Aajbikel

বিশ্বাস ভেঙেছেন গৌরী, জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের হল শাহরুখ-পত্নীর নামে

 | 
শাহরুখ গৌরী

মুম্বই: দেশ বিদেশে ‘পাঠান’-এর অভূতপূর্ব সাফল্যে খান পরিবার যখন খুশির হাওয়া, তখন হঠাৎ করেই নেমে এল দুর্যোগের কালো মেঘ! প্রতারণার অভিযোগে শাহরুখ-পত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। সূত্রের খবর, বুধবার উত্তর প্রদেশের লখনউয়ে গৌরীর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৪০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
 

আরও পড়ুন- মেয়ে বলিউড ‘কুইন’, দিনে ৭-৮ ঘণ্টা মাঠে-ঘাটে কাজ করেন কঙ্গনার মা! কেন এত অভাব তাঁর?

কিন্তু কী করেছেন গৌরী? 


অভিযোগ, মোটা অঙ্কের টাকা দিয়ে ফ্ল্যাট বুক করেও নির্ধারিত সময়ে তা মেলেনি। বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলা হয়েছে শাহরুখ-পত্নী গৌরী খানের বিরুদ্ধে৷ এমনকি তাঁর নামে এফআইআরও দায়ের করা হয়েছে। গৌরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন যশবন্ত শাহ নামে মুম্বইয়ের এক বাসিন্দা। লখনউয়ের সুশান্ত গল্‌ফ সিটির পুলিশ স্টেশনে গৌরী খানের নামে জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বুক করেও চাবি হাতে পাননি তিনি।


গৌরী খান ছাড়াও তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষকর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানির বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন যশবন্ত৷ তাঁর অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দিয়ে তাঁদের সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। যে ফ্ল্যাটের চাবি তাঁর হাতে আসেনি৷ উল্টে ওই ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয় অন্য কারও হাতে। এদিকে, ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন গৌরী খান৷  তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে তাঁর নামেও জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন যশবন্ত। তাঁর দাবি, গৌরী খানের দ্বারা প্রভাবিত হয়েই ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন তিনি। যে হেতু অন্দরসজ্জা শিল্পী গৌরী খান তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তাঁর উপরেও। সেই সূত্রেই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। 

Around The Web

Trending News

You May like