Aajbikel

কপালে চওড়া সিঁদুর, শাখা-পলা-শাড়িতে বাঙালিয়ানায় 'সাধ' খেলেন বিপাশা, কী কী ছিল পাতে?

 | 
bipasha

কলকাতা: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা৷ মা হতে চলেছেন বঙ্গ তনয়া বিপাশা বসু৷ তাঁর কোল আলো করে আসতে চলেছে ফুটফুটে সন্তান৷ বলিউডের মম টু বি বিপাশাকে নিয়ে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে৷ তাঁর জীবনের প্রতি মুহূর্তের আপডেট পেতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা৷ এরই  মধ্যে প্রকাশ্যে তাঁর বেবি শাওয়ারের ছবি৷ বৃহস্পতিবার বাপের বাড়িতে মায়ের হাতে সাধ খেলেন অভিনেত্রী। কপালে চওড়া সিঁদুর, হাতে শাখা-পলা আর শাড়ি পরে রীতি মেনে সাধ খেলেন বং বিউটি৷ 

আরও পড়ুন- মিঠাই, খড়ি বা ঋষিকে দিয়ে পুজো উদ্বোধন করাতে চান? জানেন কার পারিশ্রমিক কত?


বাঙালিদের মধ্যে  হবু মা-কে  সাধ খাওয়ানোর রেওয়াজ রয়েছে। সেই নিয়মমেনেই বাঙালি কন্যা বিপাশাকেও সাধ খাওয়ান তাঁর মা৷ বিপাশা নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বেবি শাওয়ারের অনুষ্ঠানের ঝলক শেয়ার করেছেন৷ যা ঝড়ের গতিতে ভাইরাল৷  বিপাশার শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে,  গোলাপি রঙের শাড়ি, গা ভর্তি গয়না, কপালে চওড়া সিঁদুর পরে সাধ খেতে বসেছেন বিপাশা। পঞ্চব্যাঞ্জন সাজিয়ে তাঁকে সাধ দিয়েছেন তাঁর মা৷ এদিন বিপাশার পাতে ছিল ভাত, ডাল, ভাজাভুজি, মাছ, মিষ্টি, দই সহ আরও অনেক কিছু৷  আগত সন্তান ও হবু মা-কে বাড়ির সকলে মিলে প্রাণভরে আশীর্বাদও করলেন।  ভিডিয়োতে বিপাশার মা মমতা বসু ও শাশুড়ি মা দীপা সিংকে আরতি করতে দেখা যায়৷ তাঁরা কপালে তিলক পরিয়ে দেন অভিনেত্রীকে৷ ওই ভিডিও শেয়ার করে বিপাশা লিখেছেন, আমার সাধ, ধন্যবাদ মা।

এদিতে সাধের অনুষ্ঠানে বাঙালি সাজে বিপাশাকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। স্বামী করণের সঙ্গেও ক্যামেরাবন্দি হয়েছেন হবু মা। মম টু বি-র বেবিবাম্প আগলে পোজ দিয়েছেন স্বামী করণ সিং গ্রোভার। মাতৃত্বের আভায় যেন  আরও লাস্যময়ী বলিউডের ব্ল্যাক বিউটি। ঝড়ের গতিতে হবু মায়ের ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়৷  নিজের প্রতি মুহূর্তের আপডেটই ভক্তদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছেন বিপাশা।

Around The Web

Trending News

You May like