রাজি মদন! এবার বায়োপিকে ফুটে উঠবে রাজনীতির রঙিন চরিত্রের জীবন

রাজি মদন! এবার বায়োপিকে ফুটে উঠবে রাজনীতির রঙিন চরিত্রের জীবন

কলকাতা:  রাজনীতির এক রঙিন চরিত্রের নাম মদন মিত্র৷ তাঁর কথা উঠলেই সব কিছু ‘ওহ লাভলি’৷ তাঁর রাজনৈতিক জীবনের পথে অনেক উত্থান পতন ঘটেছে৷ কিন্তু কোনও কিছুই কেড়ে নিতে পারেনি তাঁর মেজাজকে৷  কখনও তিনি রাস্তা দিয়ে বাইক ছুটিয়েছেন, কখনও আবার প্রতিবাদে গরুর গাড়িতে সওয়ার হয়েছেন৷ কখও আবার প্রচারে নেমে একতারা হাতে গলা ছেড়ে গান গেয়েছেন, কখনও আবার কেন্দ্রের বিরোধিতায় সেজেছেন চাওয়ালা৷ কখনও আবার দোল খেলেছেন নায়িকাদের সঙ্গে৷ সেই রঙিন চরিত্রের কোলাজ এবার ধরা পড়বে সেলুলয়েডে৷ তৈরি হচ্ছে মদন মিত্রের বায়োপিক৷ ছবির পরিচালনা করবেন পরিচালক রাজা চন্দ। পুজোর আগেই শুরু হয়ে যাবে শ্যুটিং।  

আরও পড়ুন- শুরু হয়েছিল বিয়ের প্রস্তুতি, ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতেন সিদ্ধার্থ-শেহনাজ!

কিন্তু মদন মিত্রের চরিত্রে অভিনয় করবেন কে? জানা গিয়েছে, তাঁর চরিত্রে দেখা যেতে পারে শাশ্বত চট্টোপাধ্যায়কে৷ অন্যদিকে, চ্যালেঞ্জ টু, কিডন্যাপ, রংবাজ-এর মতো ছবির পরিচালনা করা রাজা চন্দ থাকছেন মদন মিত্রের বায়োপিক পরিচালনার দায়িত্বে৷ তাঁর বায়োপিক তৈরি করার আবদার ছিল দীর্ঘদিনের৷ কিন্তু পরাজিত হওয়ায় তিনি রাজি হচ্ছিলেন না৷ চাইছিলেন জিতে ফিরতে৷ তাঁর কথায়, ‘আমি কামারহাটির মানুষের রায়ের অপেক্ষায় ছিলাম৷ কলেজ জীবন থেকে আজ পর্যন্ত ভোটে জেতা, মেসি-ব্রাজিল টিমকে নিয়ে আসা, কালও থাকবে ভালোর সঙ্গে। জীবনে কিছু লুকনো উচিত নয়।’

আরও পড়ুন- এবার বড় পর্দায় ফুটে উঠবে রানুর জার্নি, বায়োপিকে বিশেষ ভূমিকায় হিমেশ

এর আগে বাল শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের মতো দাপুটে রাজনীতিবিদকে নিয়ে ছবি হয়েছে বলিউডে৷ তবে বাংলায় এই উদ্যোগ প্রথম৷ মদন মিত্র মানেই বিতর্ক৷ আর এই বিতর্কিত চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলাটাও চ্যালেঞ্জ৷ বায়োপিকে তাঁর জীবনের সবকিছু খুঁটিনাটি থাকবে তো? প্রশ্ন জেগেছে আগ্রহীদের মনে৷ মদনবাবুর কথায়, স্ত্রী থাকবেন একজনই৷ তবে নায়িকা অনেক৷ থাকবে সারদা-নারদের বিতর্ক৷ আমার জীবন খোলা বইয়ের মতো৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =