সাগর পাড়ে সাদা বালির চাদরে মোড়া শরীর, উন্মুক্ত ক্লিভেজে ঝড় তুললেন ঝুমা বৌদি

সাগর পাড়ে সাদা বালির চাদরে মোড়া শরীর, উন্মুক্ত ক্লিভেজে ঝড় তুললেন ঝুমা বৌদি

মুম্বই: তাঁর শরীর চুঁইয়ে পরছে উষ্ণতার পরশ৷ নেশা ধরায় শরীরি লাস্য৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্ত সংখ্যা নেহাত কম নয়৷ আর কী ভাবে ভক্তদের মন কাড়তে হয় তা ভালো করেই জানেন ঝুমা বৌদি ওরফে মোনালিসা৷ 

আরও পড়ুন- মুখে ফেসমাস্ক, সূর্য কিরণে শরীর ভেজালেন জাহ্নবী, শরীরি বিভঙ্গে আগুন ঝরল নেটপাড়ায়

মোনালিসা

বয়স তাঁর কাছে নিছকই একটা সংখ্যা মাত্র৷ তা তিনি বারবারই প্রমাণ করেছেন৷ এবার পুরনো একটি ছবি শেয়ার করে ঝড় তুললেন৷ সমুদ্র সৈকতে তাঁর বালিমাখা শরীর দেখে আবারও কুপোকাত তাঁর দেওররা৷ বয়স বাড়লেও গ্ল্যামারের ছটা এতটুকু কমেনি মোনালিসার৷ যত দিন যাচ্ছে ততই বাড়ছে  তাঁর জনপ্রিয়তা৷ অনুরাগীর সংখ্যাও যেন আকাশ ছুঁয়েছে। ফের সেক্সি হট ফিগারে ঝুমা বৌদির বোল্ড লুক রাতের ঘুম উড়িয়েছে পুরুষ মহলের৷ থ্রোব্যাক ছবিটি শেয়ার করে ক্যাপশনে মোনালিসা লিখেছেন, সূর্য-সমুদ্র-বালি এবং আমি। সমুদ্র সৈকতে অভিনেত্রীর হট পিকচার ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

মোনালিসা

ঝুমা বউদি মানেই উষ্ণতা৷ সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মন ছুঁতে একের পর এক ছবিতে নজর কেড়েছেন সকলের প্রিয় ঝুমা বউদি৷ তাঁর ছবিতে ভালবাসা আর আগুনের ইমোজি দিয়ে কমেন্টে ভরিয়েছেন ভক্তরা। সাহসী অবতারে মোনালিসাকে দেখে চোখ ফেরাতে পারছেন না তাঁর অনুরাগীরা৷ 

মোনালিসা

গত সোমবার একান্তে স্বামী ও পরিবারকে নিয়ে পঞ্চম বিবাহবার্ষিকী পালন করেছেন মোনালিসা৷ বিবাহবার্ষিকী উপলক্ষ্যে ওই দিন একটি ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন স্বামীকে। সকলেই তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। বিগ বস-এ আসার পর থেকেই সারা দেশে খ্যাতি বেড়েছে দুপুর ঠাকুরপোর ঝুমা বউদির৷  তাঁর লাস্যময়ীর শরীরের ভাঁজে মন হারিয়েছেন ভক্তরা। তিনিও নিরাশ করেন না তাঁর অনুরাগীদের। প্রতিনিয়তও ছবি ভিডিও আপলোড করেই থাকেন এই ভোজপুরী অভিনেত্রী৷   

ঝুমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 12 =