মুখে ফেসমাস্ক, সূর্য কিরণে শরীর ভেজালেন জাহ্নবী, শরীরি বিভঙ্গে আগুন ঝরল নেটপাড়ায়

মুখে ফেসমাস্ক, সূর্য কিরণে শরীর ভেজালেন জাহ্নবী, শরীরি বিভঙ্গে আগুন ঝরল নেটপাড়ায়

মুম্বই: বলিউডে হট সেনশেসন তিনি৷ একাধিকবার ধরা দিয়েছেন সাহসী পোশাকে৷ তাঁর লাস্যে ঘুম উড়েছে ভক্তদের৷ জাহ্নবী ছবি পোস্ট করা মানেই তা ভাইরাল৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ ছবি পোস্ট করতেই ঝড়ের গতিতে ভাইরাল শ্রীদেবী-কন্যা৷ 

আরও পড়ুন- নৃত্যজগতে নক্ষত্রপতন! প্রয়াত কত্থকের ‘মহারাজা’ বিরজু মহারাজ

janvi

নিজের ফ্যাশন ও স্টাইল নিয়ে বরাবরই বেশ যত্নশীল জাহ্নবী৷ তবে বেশ কয়েকবার পোশাক বিভ্রাটের মধ্যেও পরতে হয়েছে তাঁকে৷ হয়েছেন ট্রোলড৷ তাতে অবশ্য বিশেষ পাত্তা দিতে নারাজ হট ডিভা৷ বরং আধুনিক প্রজন্মের কাছে তিনি ট্রেন্ড সেটার৷ আরও একবার সেই কাজটি চুপিসারে করে ফেললেন তিনি৷ খোলা আকাশের নীচে সবুজ জলরাশিকে সাক্ষী করে শরীরি আগুনে নেটিজেনদের পোড়ালেন তিনি৷ ঝড় তুললেমন অন্তর্জালে৷ 

জাহ্নবী

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে মুখে ফেস মাস্ক লাগিয়ে পুলের পাড়ে শুয়ে আছেন জাহ্নবী৷ কখনও আবার হাতে বিউটি ক্রিম৷ আর প্রতিটি ফ্রেমেই উপচে পড়েছে তাঁর ভরা যৌবন৷ আর মলদ্বীপ হোক বা দুবাই ফ্যাশন ট্রেন্ডে শীর্ষে শ্রী-কন্যা৷  

জাহ্নবী

কয়েকদিন আগেই দুবাই থেকে ফিরেছেন শ্রী-কন্যা।  তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে আরব সফরের ছবি। প্রতিটা ফ্রেমে ভাইরাল হয়েছেন জাহ্নবী। বোল্ড অবতারে একের পর এক পোজ দিয়েছেন তিনি৷ ফ্ললেস বিউটিতে ভাইরাল শ্রীকন্যা আবারও কেড়ে নিয়েছেন স্পটলাইট।  

জাহ্নবী

এক কথায় বলতে গেলে বলিউডের হট কুইন এখন বনি কাপুর আর শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। বলিউডে পা রাখার সময় জাহ্নবীকে যে রূপে দেখা গিয়েছিল,তা যেন কোথাও উধাও।  পার্ফেক্ট ফিগারে হট লুকে উষ্ণতা ছড়াতে তাঁর জুড়ি মেলা ভার৷ বিকিনি শ্যুটেও তিনি অপ্রতিরোধ্য। বক্ষ বিভাজিকায় ঝরছে আগুন। তার সঙ্গে জাহ্নবীর বেলিডান্সের যাদু তো রয়েইছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − thirteen =