Aajbikel

বন্ধ ঘর থেকে উদ্ধার দেহ, রহস্যমৃত্যু ২৫ বছর বয়সী অভিনেত্রীর

 | 
actor

মুম্বই: ফের বিনোদন জগত, ফের রহস্যমৃত্যু। এবার মাত্র ২৫ বছর বয়সী ভোজপুরী ছবির অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃতদেহ উদ্ধার হল। বারাণসীর কাছে সারনাথের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রীর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন। তবে খুনের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাচক্রে, মাত্র এক মাস আগেই নিজের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। তাহলে কি প্রেমিক কোনওভাবে জড়িত এই ঘটনায়? তদন্তে পুলিশ।

আরও পড়ুন- কেউ পেয়েছেন নায়কের কুপ্রস্তাব, কারও কেরিয়ার নষ্ট ক্রিকেটার স্বামীর জন্য, বলিউড ভুলেছে তাঁদের

১৯৯৭ সালে মির্জাপুরে জন্ম নেওয়া আকাঙ্ক্ষা মৃত্যুর আগের রাতেও সমাজমাধ্যমে সক্রিয় ছিলেন। সিনেমা, টিভির পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর ঠিক এক মাস আগেই সহ-অভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা কবুল করেন আকাঙ্ক্ষা। কিন্তু হঠাৎ যেন ছন্দপতন। তাই কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। জানা গিয়েছে, নিজের মৃত্যুর ২৪ ঘণ্টা আগেও ভোজপুরী গানে নিজের একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। যদিও পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও মামলা কারোর নামে দায়ের করা হয়নি। 

Around The Web

Trending News

You May like