Aajbikel

সুরের জগতে নক্ষত্রপতন, ৬৯ বছরে প্রয়াত বাপ্পি লাহিড়ি

 | 
বাপি লাহিড়ি

মুম্বই:  সুরের জগতে নক্ষত্রপতন৷ প্রয়াত প্রখ্যাত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ি। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৯ বছর।

আরও পড়ুন- 'গীতশ্রী'র প্রয়াণে একরাশ শূন্যতা সঙ্গীত জগতে

গত বছর এপ্রিল মাসে করোনা আক্রান্ত হন বাপ্পি লাহিড়ি৷ সেই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেই সময় করোনাকে হারিয়ে বাড়িও ফিরে এসেছিলেন৷ মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী৷ 


হাসপাতালের ডিরেক্টর ডাঃ দীপক নামজোশি জানিয়েছেন, গত প্রায় একমাস ধরে নানারকম শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবারই বাড়ি ফেরিছিলেন৷  কিন্তু মঙ্গলবার ফের অসুস্থ হয়ে পড়েন শিল্পী। পরিবারিক চিকিৎসক অবিলম্বে তাঁকে ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হতে বলেন। মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

১৯৭০ থেকে ৮০-এর দশকে একাধারে হিন্দি ও বাংলা ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম হয়ে উঠেছিলেন বাপ্পি লাহিড়ি। বলিউডে একের পর এক হিট ছবি দিয়েছেন৷ ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’ (১৯৮৫: ফিল্মফেয়ার সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার)-র গান আজও মানুষের মনে গেঁথে৷ বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’-এর মতো ছবিতে তাঁর সুর দর্শক- শ্রোতাদের মন জিতে নিয়েছিল। সুর দেওয়ার পাশাপাশি একাধিক গানও গেয়েছেন শিল্পী। ২০২০ সালে ‘বাগি- ৩’ এ তাঁর শেষ গান৷ 


অনেকেই হয়তো জানেন না কিশোর কুমার ছিলেন বাপ্পি লাহিড়ির তুতো মামা। তাঁর বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’জনেই ছিলেন সঙ্গীত জগতের মানুষ৷ তাঁদের একমাত্র সন্তান বাপ্পি৷ ছোট থেকেই গানের প্রতি ছিল তাঁর দুর্বার আকর্ষণ৷  বাড়িতে মা, বাবার কাছেই প্রথম গানের তালিম শুরু তাঁর। মা-বাবা তাঁর নাম দিয়েছিলেন অলোকেশ৷ কিন্তু তিনি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পান বাপ্পি লাহিড়ি নামে৷ 

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়ি শহরে জন্ম বাপ্পির। সঙ্গীতের দুনিয়ায় দীর্ঘ কেরিয়ার তাঁরা৷ একইসঙ্গে কাজ করেছেন বাংলা ও হিন্দি ছবিতে৷ সুর দিয়েছেন৷ গেয়েছেন গান৷ তিনি ভালোবাসতেন সোনার গয়না পরতে৷ বলতেন, ‘আমার ভগবানের নাম সোনা!’ গানের জগতে অনন্য পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি৷ ঝুলিতে এসেছিল একাধিক পুরস্কার এবং সম্মান।

Around The Web

Trending News

You May like