বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! মুনমুন কন্যা রিয়ার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন কারা?

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! মুনমুন কন্যা রিয়ার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন কারা?

কলকাতা:  রুপোলি পর্দায় সেভাবে সাফল্যের দাগ কাটতে পারেননি তিনি৷ তবে মুনমুন কন্যার উষ্ণ আবেদন বারেবারেই পুরুষ হৃদয়কে বিগলিত করেছে। উইকিপিডিয়া বলছে, আজ তাঁর জন্মদিন৷ ৪২-এ পা দিলেন রিয়া সেন৷ 

আরও পড়ুন- ১২ সপ্তাহ আগেই ভূমিষ্ঠ সন্তান, সদ্যোজাতকে নিয়ে হাসপাতালেই নিক-প্রিয়াঙ্কা

মাত্র ১৬ বছর বয়সে হিন্দি পপ মিউজিক ভিডিয়োয় আত্মপ্রকাশ করা রিয়া অভিনয় করেছেন বেশ কিছু ছবিতেও৷ কিন্তু সে বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি৷ স্টারকিড হওয়া সত্বেও সাফল্য ধরা দেয়নি রিয়ার হাতের মুঠোয়৷ বরং তিনি অনেক বেশি পরিচিত হয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি হিসাবে৷ ২০১৭ সালে রিয়া গাঁটছড়া বাঁধেন প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গে৷ আপাতত তিনি হ্যাপিলি ম্যারেড৷ শোনা যায় বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলেন মুনমুন-কন্যা৷ তাই তড়িঘড়ি বিয়ের পিড়িতে বসেন৷ কিন্তু জানেন কি জন আব্রাহাম থেকে সলমন রশিদ, ছাদনাতলায় যাওয়ার আগে রিয়ার লাভ লাইফ ছিল বেশ দীর্ঘ৷ জানেন কার কার সঙ্গে রিয়ার সম্পর্কের গুঞ্জন উঠেছিল? 

riya

শ্রীসন্থ- ভারতীয় ক্রিকেটের বিতর্কিত পেস বোলার শান্তাকুমারম শ্রীসন্থের সঙ্গে রিয়ার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল৷ যদিও এ বিষয়ে রিয়ার বক্তব্য ছিল, ‘‘আমি মোটেও শ্রীসন্থকে ডেট করছি না৷ শুধু কোচির হয়ে তিনটি ম্যাচ দেখতে এসেছিলাম৷ বাকিটা আপনাদের কল্পনা।’’

riya

জন আব্রাহাম- বিপাস বসুর সঙ্গে দীর্ঘ দিন লিভ ইন সম্পর্কে থাকা জন আব্রাহামের সঙ্গেও রিয়ার নাম জড়িয়েছিল বিটাউনে৷ যদিও তা বিপাশার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগের কথা৷ বেশ কয়েক বছর ডেট করেছিলেন তাঁরা৷ কিন্তু সেই সময় মুম্বইয়ে নিজের ভাগ্য পরীক্ষা করছিলেন জন৷ তখনও তিনি তারকা নন৷ সেই কারণেই নাকি তাঁদের ব্রেক আপ হয়ে যায়৷ 

রিয়া

অস্মিত প্যাটেল- ২০০৫ সালে রিয়ার সঙ্গে অমিশা প্যাটেলের ভাই অস্মিত প্যাটেলের সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়৷  Silsiilay ছবিতে কাজ করার সময় তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। এমনকী তাঁদের অন্তঃরঙ্গ ভিডিয়োও ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। অস্মিতের সঙ্গে  গোপন এমএম ফাঁস হয়ে যাওয়ায় রিয়ার কেরিয়ারের মোড় পুরোটাই ঘুরে গিয়েছিল। এর পরেই প্রকাশ্যে আসে অস্মিত-রিয়ার বিচ্ছেদের খবর৷ 

riya

সলমান রুশদি- বিখ্যাত লেখক সলমান রুশদির সঙ্গেও রিয়ার সম্পর্ক নিয়ে কানাঘুষো ছড়ায়। কিন্তু মুনমুন-কন্যা সাফ জানান, কোনও বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর কোনও ইচ্ছে তাঁর নেই৷ 

রিয়া

যুবরাজ সিং- এই তালিকায় রয়েছেন আরও এক ক্রিকেটার৷ তিনি হলেন যুবরাজ সিং৷ বাহাতি এই ব্যাটসম্যানের সঙ্গেও মুনমুন কন্যার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল জল্পনা৷  কিন্তু তা বেশিদিন টেকেনি৷
  

riya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =