কলকাতা: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে মধ্যরাতে এল খুশির খবর৷ মা হলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া৷ ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সেই খুশির খবর ভাগ করেন নেন অভিনেত্রী৷ জানান, সারোগেসির মাধ্যমে সন্তান এসেছে তাঁদের ঘরে৷ সদ্যোজাতর জন্য সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন নিয়াঙ্কা (নিক ও প্রিয়াঙ্কাকে একসঙ্গে এই নামেই ডাকা হয়)৷ সেই সঙ্গে অনুরোধ, কেউ যেন তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি কৌঁতুহল না দেখান৷ যেন সুস্থ ও সুন্দর সন্তান আসে তাঁদের দাম্পত্যে৷
আরও পড়ুন- সঙ্গমের নেশায় ১২ বছরেই ভার্জিনিটি লস, করেছেন থ্রিসাম, জানেন এই বলি তারকার ‘সেক্স সিক্রেট’?
প্রিয়াঙ্কার নামের পাশ থেকে জোনাস পদবী সরতেই তাঁদের বিচ্ছেদ নিয়ে বিনোদন জগতে শুরু হয়েছিল গুঞ্জন৷ যদিও সেই জল্পনা খারিজ করে দেন পিগি চপস৷ উল্টে নানাভাবে মাতৃত্বের ইঙ্গিত দিচ্ছিলেন তিনি৷ কিন্তু কেউই বুঝতে পারেননি যে এই ভাবে খুশির খবর জানাবেন নিক ঘরনী৷ নিক-প্রিয়াঙ্কার তিন বছরের দাম্পত্য জীবন৷ তবে শুরু থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে সমালোচনা হয়েছে৷ বয়সে ১০ বছরের ছোট নিকের সঙ্গে আদৌ সম্পর্ক টিকবে কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিল বিভিন্ন মহল৷ কিন্তু সেই সব জল্পনায় জল ঢেলে এবার সন্তানের খবর দিলেন জোনাস দম্পতি৷
জানা গিয়েছে এপ্রিল মাসে জোনাস পরিবারের নতুন সদস্য আসার কথা ছিল৷ কিন্তু নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগেই বাবা-মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷ যে মহিলা নিয়াঙ্কার সন্তান ধারণ করেছিলেন, তাঁর শারীরিক অবস্থার কারণেই তড়িঘড়ি সন্তান প্রসব করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। জানা গিয়েছে, এর আগে পাঁচ বার সারোগেসির মাধ্যমে শিশুর জন্ম দিয়েছেন ওই মহিলা। তাঁকে দেখে নিক ও প্রিয়াঙ্কার খুব ভালো লেগে যায়৷ তাই তাঁকেই বেছে নেন জোনাস দম্পতি৷ তবে সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় সদ্যোজাতকে আগামী কয়েক সপ্তাহ হাসপাতালেই রাখা হবে৷ সন্তানের কাছে সান দিয়াগোতেই রয়েছেন নিক-প্রিয়াঙ্কা৷
তবে এপ্রিল মাসে সন্তান আসবে ধরে নিয়েই হাতের কাজ গোছাচ্ছিলেন তাঁরা৷ কিন্তু সময়ের এতটা আগেই পরিবারের নতুন অতিথি চলে আসবে তা হয়তো ভাবতে পারেনি জোনাস দম্পতিও৷ ফলে তাঁদের হাতেও এখন প্রচুর কাজ পড়ে রয়েছে৷
রাজস্থানের উমেদ ভবনে হিন্দু মতে বিয়ে সারার পর খ্রিস্টান মতেও বিয়ে করেন নিয়াঙ্কা৷ কিন্তু তাঁদের সম্পর্ক নিয়ে যত সমালোচনা হয়েছে, ততই শক্তি করে তাঁকে একে অপরের হাত ধরেছে৷ এবার সফল ভাবে সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিলেন তাঁরা৷ বুঝিয়ে দিলেন বয়সের পার্থক্য কোনও সম্পর্কের মূল কথা নয়৷