ফাঁস ফোনের কথোপকথন! শাহরুখ-পুত্রকে আরও কিছু দিন হেফাজতে চাইতে পারে NCB

ফাঁস ফোনের কথোপকথন! শাহরুখ-পুত্রকে আরও কিছু দিন হেফাজতে চাইতে পারে NCB

কলকাতা:  মাদক-কাণ্ডে শনিবার রাতে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরী থেকে আটক হন শাহরুখ পুত্র আরিয়ান খান৷ পরে দীর্ঘ জেরার পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)৷ জানা যায় শনিবার ওই বিলাসবহুল ক্রুজে মাদক পার্টি চলছিল৷ তবে এখনই রেহাই পাচ্ছেন না আরিয়ান৷ তাঁকে আরও কিছুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চাইতে পারে এনসিবি৷ 

আরও পড়ুন- শাহরুখ পুত্র আরিয়ানকে শেষমেষ গ্রেফতার করল NCB

আরিয়ান

রবিবার এনসিবি জানিয়েছিল, আরিয়ান খানকে এক দিনের বেশি নিজেদের হেফাজতে রাখবে না তাঁরা৷ কিন্তু অবস্থান বদল করে এখন তাঁকে আরও কিছুদিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে এনসিবি। তবে শুধু আরিয়ানই নন, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকেও হেফাজতে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে এনসিবি’র৷ শনিবার বিলাসবহু প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁদেরও৷ এদিকে আজই আদালতে তোলা হবে শাহরুখ-পুত্রকে৷ তখনই তাঁর জামিনের আবেদন জানাবেন আরিয়ানের আইনজীবী৷ 

অন্যদিকে, এনসিবি’র জালে ধরা পড়েছে শ্রেয়স নায়ার নাম এক ব্যক্তি৷ জানা গিয়েছে, তিনিই আরিয়ানকে মাদকের জোগান দিতেন৷আরিয়ান এবং আরবাজের মোবাইলের কথোপকথন ঘেঁটে শ্রেয়সের নাম জানতে পরেছে এনসিবি। আজই তাঁকে গ্রেফতার করা হতে পারে৷ অন্যদিকে মুনমুন ধমেচা জানিয়েছেন,  তিনি একটি পাঁচতারা হোটেলের কাছে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদক সংগ্রহ করতেন৷ 

aryan

এদিকে শুরু থেকেই আরিয়ানের দাবি, তাঁকে ভিআইপি অতিথি হিসেবে সেখানে আমন্ত্রণ করা হয়েছিল তাই তিনি সেখানে গিয়েছিলেন। এমনকি প্রবেশ মূল্যের ১ লক্ষ টাকা পর্যন্ত তাঁকে দিতে হয়নি। তিনি এও জানান, মাদকের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =