মুম্বই: অবশেষে দীর্ঘ জেরার পর শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির আধিকারিকরা। অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। সেখানেই ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান। তিনি মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন বলেই জানা গিয়েছে।
আরিয়ান খান আগেই এনসিবি আধিকারিকদের জানিয়েছিলেন যে, তাঁকে ভিআইপি অতিথি হিসেবে সেখানে আমন্ত্রণ করা হয়েছিল তাই তিনি সেখানে গিয়েছিলেন। এমনকি প্রবেশ মূল্যের ১ লক্ষ টাকা পর্যন্ত তাঁকে দিতে হয়নি। তিনি এও জানান, মাদকের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। এদিকে, জানা গিয়েছে, মহিলাদের হ্যান্ডব্যাগ, চশমার বাক্স থেকে মাদক উদ্ধার করেছেন এনসিবি আধিকারিকরা। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে গিয়েছিলেন তারা কারণ তাঁদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে, এখানে মাদক সেবন চলছে। সেখানেই ধৃতদের হাতেনাতে ধরে ফেলেন তারা।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলার পর প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা কবুল করেন আরিয়ান। তবে এও জানান, এর আগে কখনও মাদক নেননি তিনি। তবে এখন খতিয়ে দেখা হচ্ছে শাহরুখ-পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ রাখতেন, সব কিছু ক্ষতিয়ে দেখছে এনসিবি।