জেলের খাবার মুখে তুলছেন না, আরিয়ানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে জেল কর্তৃপক্ষ

জেলের খাবার মুখে তুলছেন না, আরিয়ানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে জেল কর্তৃপক্ষ

মুম্বই: জন্মসূত্রে তিনি বাদশা-পুত্র৷ মন্নত-এর বিলাসবহুল জীবনে বেড়ে ওঠা তাঁর৷ কিন্তু ঘটনাচক্রে তিনি এখন আর্থার রোড জেলের কয়েদি নম্বর ৯৫৬৷ সেখানে আর পাঁচজন কয়েদির মতোই দিন কাটছে তাঁর৷ স্টার কিড বলে আরিয়ান খানের জন্য সেখানে কোনও বিশেষ আয়োজন নেই৷ সকাল ৬টা বাজলেই ঘুম থেকে উঠে পড়া, ৭টায় জল খাবার, ১১টায় দুপুর খাওয়া আর সন্ধে ৬টার মধ্যে রাতের খাবার৷ এই নিয়মেই আবদ্ধ এখন আরিয়ানের জীবন৷ জেলের ক্যান্টিনে তৈরি সাধারণ খাবারই তাঁকে খেতে হচ্ছে দু’বেলা৷ কিন্তু সেই খাবার আর মুখে তুলতে পারছেন না তিনি৷ শাহরুখ-পুত্রের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে জেল কর্তৃপক্ষ৷ 

আরও পড়ুন- ‘একদিন এমন কিছু করব যাতে আপনি গর্বিত হবেন’, NCB অফিসারকে বললেন আরিয়ান

আরিয়ান

আরিয়ানকে ইতিমধ্যেই জেলের অন্য ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে বলে জেল সূত্রে খবর। বাকি অভিযুক্তদের সঙ্গে তাঁকে রাখা হচ্ছে না৷ সেখানে জেলের পোশাক পরতে হচ্ছে না তাঁকে৷ কিন্তু জেলের নিয়মের সঙ্গে কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারছেন না শাহরুখ-পুত্র৷ মাদক কাণ্ডে ধৃত বাকি অভিযুক্তদের সঙ্গেও কথা বলতে চাইছেন না তিনি৷ এই পরিস্থিতিতে বাড়িয়ে দেওয়া হয়েছে আরিয়ানের নিরাপত্তা৷ তাঁর উপর বিশেষ নজর রাখা হচ্ছে৷ আরিয়ানের খাওয়া খরচ বাবদ সাড়ে চার হাজার টাকা ইতিমধ্যেই মানি অর্ডার করে দিয়েছেন কিং খান৷ কিন্তু জেলের ভিতরে বাইরের খাওয়ার আনার অনুমতি নেই৷ আর জেলের খাবার মুখেই তুলছেন না আরিয়ান৷ তাই তাঁর শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়েছে জেল কর্তৃপক্ষ৷ 

আরিয়ান

উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজে রেভ পার্টি থেকে আটক করা হয় আরিয়ান ও তাঁর সঙ্গীদের৷ টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ এদিকে বারবার আরিয়ানের জামিনের আবেদন জানানো হলেও তা খারিজ হয়ে যাচ্ছে৷ মানশিন্ডেকে সরিয়ে অন্য আইনজীবী নিয়োগ করেও কোনও লাভ হয়নি৷ ২০ তারিখ জামিনের পরবর্তী শুনানি রয়েছে৷ এর মধ্যে ভিডিও কলে বাবা-মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন আরিয়ান৷ তাঁদের দেখে কান্নায় ভেঙে ফেলেন শাহরুখ-পুত্র৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =