মুম্বই: মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খানের পরিচয় এখন ‘কয়েদি নম্বর ৯৫৬’ ৷ মুম্বই আর্থার রোড জেলের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে তাঁর৷ সেখানে তারকা-পুত্রের জন্য কোনও বিশেষ ব্যবস্থা নেই৷ আর পাঁচজন কয়েদির মতোই থাকতে হচ্ছে তাঁকে৷ মেনে চলতে হচ্ছে জেলের যাবতীয় নিয়নকানুন৷ সেই সঙ্গে চলছে তাঁর কাউন্সেলিংও৷ আরিয়ান ও তাঁর সঙ্গীদের সঙ্গে কথা বলছেন মনোবিদরা৷
আরও পড়ুন- তোলা দিতে হবে, নাহলে খুন হবেন! হুমকি পেলেন রাশিদ
জানা গিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসারদের সামনে নিজের ভুল কবুল করে নিয়েছেন আরিয়ান৷ এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন তিনি৷ প্রসঙ্গত, এই এনসিবি অফিসারই মুম্বই থেকে গোয়াগামী প্রোমোদতরীতে যাত্রী সেজে উঠেছিলেন৷ শুধু আরিয়ানদেরই পাকড়াও করেননি তিনি৷ গত ২ বছরে মুম্বই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে সমীরের দল। তাঁর সঙ্গে অনেক কথা বলেছেন ২৩ বছরের আরিয়ান৷ তিনি এও বলেছেন, ‘‘একদিন আমি এমন কিছু করে দেখাব, যাতে আপনি গর্বিত হবেন৷’’ আরিয়ান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এবার থেকে তিনি নিজেকে দায়িত্ববান ব্যক্তি হিসাবে গড়ে তুলবেন৷
মান্নতের বিলাসবহুল জীবন ছেড়ে কয়েদির জীবন কাটাচ্ছেন আরিয়ান৷ কোভিড বিধির জন্য বাবা-মায়ের সঙ্গেও দেখা হয়নি তাঁর৷ তবে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে শাহরুখ ও গৌরী খানের সঙ্গে কথা বলেছেন৷ বাবা-মা’কে দেখেই কান্নায় ভেঙে পড়েন আরিয়ান৷ আগামী ২০ অক্টোবর এনডিপিএস আদালতে ফের জামিনের শুনানি হবে শাহরুখ-পুত্রের৷