নয়াদিল্লি: অপেক্ষার অবসান৷ ২১ বছরের খরা কাটিয়ে ভারতে এল ‘মিস ইউনিভার্স’-খেতাব৷ ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’র খেতাব জিতলেন পাঞ্জাবী সুন্দরী হারনাজ সান্ধু৷ ইজরায়েলের মাটিতে আয়োজিত ‘মিস ইউনিভার্স’-এর ৭০ তম আসর থেকে ভারতকে খেতাব এনে দিলেন চণ্ডীগড়ের মেয়ে৷ ২০০ সালে এই খেতাব জিতেছিলেন পঞ্জাবেরই সুন্দরী লারা দত্ত৷ তার আগে ‘মিস ইউনিভার্স’ হয়েছিলেন বঙ্গতনয়া সুস্মিতা সেন৷ তৃতীয় ভারতীয় হিসাবে ‘মিস ইউনিভার্সের’ শিরোপা জিতলেন হারনাজ সান্ধু৷
আরও পড়ুন- মুলটি থেকে মুম্বই! ‘জুদাইয়া বে’র সঙ্গে আদিবাসী কন্যার স্বপ্নের উড়ান
India’s Harnaaz Sandhu crowned Miss Universe 2021
Read @ANI Story | https://t.co/PjP42LmzK7#HarnaazSandhu #MissUniverse2021 pic.twitter.com/4Y5e60v87L
— ANI Digital (@ani_digital) December 13, 2021
রবিবার রাতে ইজরায়েলের এইলাটে বসেছিল মিস ইউনিভার্স-এর ৭০ তম আসর৷ বুদ্ধিমত্তার জোরে প্যারাগুয়ের প্রতিযোগী নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন ২১ বছরের সুন্দরী হারনাজ। মিস ইউনির্ভাস প্রতিযোগিতার আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই স্বর্ণালি মুহূর্ত শেয়ার করা হয়েছে৷ যেখানে ২০২১ এর মিস ইউনিভার্সের নাম ঘোষণা করা হচ্ছে। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মিস ইউনিভার্স ২০২১-র শিরোপা উঠল মিস ইন্ডিয়ার মাথায়’। ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর সুন্দরী আন্দ্রেয়া মেজা এদিন হারনাজের মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন। প্রতিযোগিতার মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে উজ্জ্বল হয়ে উঠেছিলেন হারনাজ৷ হিরে খচিত মিস ইউনিভার্সের তাজ মাথায় উঠতেই সেই সৌন্দর্য বেড়ে যায় আরও কয়েক গুণ৷