গেরুয়া বিতর্ক নয়, শহরে অনুষ্ঠানের পর ক্ষমা চাইলেন অরিজিৎ! কিন্তু কেন

গেরুয়া বিতর্ক নয়, শহরে অনুষ্ঠানের পর ক্ষমা চাইলেন অরিজিৎ! কিন্তু কেন

কলকাতা: গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে ‘রং দে তু মোহে গেরুয়া’ গানটি গাওয়ার পর অনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। ইকো পার্কে তাঁর অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ার খবর আসার পর থেকে রাজনৈতিক টানাপড়েনও শুরু হতে থাকে। কিন্তু সব বিতর্ক কাটিয়ে অবশেষে গত সপ্তাহে অ্যাকোয়াটিকায় অনুষ্ঠান করেছেন গায়ক। কিন্তু তারপরেও তিনি আচমকা ক্ষমা চাইলেন! কিন্তু কী কারণে? 

আরও পড়ুন- ২৬/১১ হামলাকারীরা অবাধে ঘুরে বেড়ায়, পাকিস্তানে বসেই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ জাভেদের

নিজের অনুষ্ঠানে ‘গেরুয়া’ ইস্যুতে মুখ খুলেছিলেন অরিজিৎ। খোশমেজাজেই তিনি যা মন্তব্য করেছিলেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়। কিন্তু এই ক্ষমা তিনি সেই বিষয়ের জন্য চাননি। আসলে তাঁর কনসার্ট শেষ হওয়ার পর উদ্যোক্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কেউ দাবি করেছেন ভেন্যু থেকে বহু দূরে তাঁদের গাড়ি পার্ক করতে হয়েছে, আবার কেউ কর্তব্যরত কর্মীদের অভব্য আচরণের নিন্দা করেছেন। এই যাবতীয় অভিযোগের জন্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চেয়েছেন অরিজিৎ সিং। যদিও যে যে অভিযোগ তোলা হয়েছে তাতে তাঁর ‘হাত’ থাকার কথা নয়। তাও ক্ষমা চাইলেন তিনি কলকাতাবাসীর কাছে।

বুধবার নিজের ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন অরিজিৎ। তাতে তিনি লিখেছেন, ”কলকাতা, আমি দুঃখিত, কারণ আপনাদের প্রায় ১ কিলোমিটার দূরে গাড়ি রেখে হেঁটে ভেন্যুতে আসতে হয়েছে। কারণ টোটো রিকশা পর্যন্ত ভিড় সামলাতে পারেনি। অস্বাস্থ্যকর পরিবেশ এবং মশার উপদ্রবও আপনাদের সহ্য করতে হয়েছে তাই জন্যও আমি ক্ষমা চাইছি।” অরিজিৎ আরও লিখেছেন, ‘‘স্বেচ্ছাসেবকদের একাংশ বহু মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছে। তার জন্যও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’’ তবে গায়ক এও জানিয়েছেন, কলকাতার শ্রোতারা যেভাবে তাঁর অনুষ্ঠান দেখতে এসেছেন তাতে তিনি মুগ্ধ। সকলকে ‘হৃদয়জোড়া ভালবাসা’ দিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =