কলকাতা: বছরের শুরুতেই শহর কলকাতায় সুরেলা আয়োজন৷ ১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে রয়েছে অরিজিৎ লাইভ৷ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বলিউডের পয়লা নম্বর গায়ক অরিজিৎকে দেখতে মুখিয়ে রয়েছে শহরবাসী৷ সাফল্যের শিখড় ছুঁয়েও মাটির মানুষ অরিজিৎ৷ বছর তিনেক পর তিনি কলকাতায় আসছেন শো করতে৷ সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা থাকাটাই স্বাভাবিক৷ তাঁর কণ্ঠের মাদকতায় মদির হওয়ার অপেক্ষায় যখন অনুরাগীরা দিন গুনছেন, তখন জানা গেল এই শো নিয়েই যত সংকট!
আরও পড়ুন- বড়দিনে স্ত্রীকে জড়িয়ে উষ্ণ চুম্বন রণবীরের, কিন্তু কোথায় রাহা?
এদিকে, টিকিটের দাম আকাশ ছোঁয়া হলেও, তার সিংহভাগই বিক্রি হয়ে গিয়েছে৷ কিন্তু, ওই শো আদৌ হবে তো? তা নিয়েই তৈরি হয়েছে সংশয়৷ হিডকো সূত্রে জানা যাচ্ছে, বিকল্প স্থান হিসাবে মিলনমেলা প্রাঙ্গণ, নিকো পার্ক অথবা অ্যাকোয়াটিকা’র কথা চিন্তাভাবনা করা হচ্ছে। কিন্তু, ইকো পার্ক থেকে কেন অরিজিৎ-এর শো অন্যত্র সরানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি৷ তবে ইকো পার্কের বদলে যে মিলনমেলা কিংবা শহরের অন্যত্র শো করার আর্জি জানানো হয়েছে, তা নিশ্চিত। নিকো পার্ক এবং অ্যাকোয়াটিকা কর্তৃপক্ষের সঙ্গে শোয়ের বিষয়ে একপ্রস্থ কথাবার্তাও বলেছেন উদ্যোক্তারা। তবে ঠিক কোথায় অরিজিতের শো হবে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়৷
এর আগেও ইকো পার্কে বেশ কয়েকটি শো করেছিলেন অরিজিৎ সিং। হিডকো সূত্রে খবর, বিনোদনমূলক অনুষ্ঠান করার ফলে ইকো পার্কের অনেক ক্ষতি হয়েছে। সেই কারণেই এই ধরনের অনুষ্ঠান আর করতে চাইছেন না কর্তৃপক্ষ। ২০১৮-র পর অবশ্য কলকাতায় কোনও শো করেননি বাংলার ভূমিপুত্র৷
এদিকে, ইকো পার্কের ওই শোতে আসনগুলি পাঁচটি ভাগে ভাগ করা হয়েছিল। সর্বনিম্ন ব্রোঞ্জ আসল৷ যার মূল্য ২৫০০ টাকা। তারপর যথাক্রমে ছিল সিলভার, তারপর গোল্ড, প্ল্যটিনাম ও সর্বোচ্চ ডায়মন্ড। এই ডায়মন্ড আসনগুলির মূল্য ধার্য করা হয়েছিল ৫০,০০০ হাজার টাকা। শোনা যাচ্ছে টিকিটের মূল্য পৌঁছতে পারে ৬০,০০০ টাকা পর্যন্ত। কিন্তু এত টাকা দিয়ে টিকিট কেটেও ইকো পার্কে অরিজিৎকে দেখা যাবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন৷
অরিজিতের শো হওয়ার আগে আগামী ২০ জানুয়ারি ইকো পার্কে সলমন খানের শো করার কথা ছিল৷ সেই শো-ও হবে কি না, তা নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে বলে হিডকো সূত্রে খবর। ওই শো সম্ভবত পিছিয়ে মার্চ মাসে হবে। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চায়নি হিডকো কর্তৃপক্ষ। ইকো পার্কের বদলে ভাই জানের শো-ও শহরের অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>