Aajbikel

পান্তে ভাতে পেঁয়াজ খাচ্ছেন বিরাট ঘরনি! ‘ঝুলন’ হয়ে মাঠে নামতে মরিয়া অনুষ্কা

 | 
অনুষ্কা

মুম্বই: গরমকালে পান্তাভাবে পেঁয়াজ আর কাঁচালঙ্কা! বাঙালির কাছে এ স্বাদের জুড়ে মেলা ভার। তার সঙ্গে যদি থাকে বেগুনভাজা কিংবা আলুভর্তা, তাহলে তো আর কথাই নেই৷ সাধারণ বাঙালির ঘরে পান্তাভাত স্বর্গীয়৷ কিন্তু, তা বলে বিরাট ঘরনি? হ্যাঁ, সকালবেলা পান্তা ভাতে পেঁয়াজ খাচ্ছেন অনুষ্কা শর্মা৷ জানেন কেন? তিনিই যে রুপোলি পর্দায় বাঙালির গর্ব ঝুলন গোস্বামী৷ তাঁর বায়োপিকে অভিনয় করতেই নিজেকে মনে প্রাণে বাঙালি করে তুলছেন অভিনেত্রী৷ 

আরও পড়ুন- ব্রালেটে উন্মুক্ত ক্লিভেজ, নীচে অদ্ভূত দর্শন প্যান্ট! নেটিজেনরা কনফিউজড উরফির গুগলিতে

মেয়ে ভামিকা এখন একটু বড়৷ ফলে মাতৃত্বের লম্বা ইনিংসের পর ফের অভিনয় জগতে ফিরেছেন অনুষ্কা৷ 'চাকদহ এক্সপ্রেস'- ছহিতে বাঙালি কন্যা তথা ভারতীয় ক্রিকেট দলের মহিলা ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিশ্বের ৪টি শীর্ষ স্থানীয় স্টেডিয়ামে ছবির শ্যুটিম করা হবে। সেই সকল স্টেডিয়ামে বল হাতে ঘাম ঝরাবেন বিরাট কোহলির স্ত্রী৷ আর তার আগে পান্তা ভাত খেয়ে চনমনে করে তুলছেন নিজেকে৷ 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে পান্তাভাতের সঙ্গে পেঁয়াজ, কাঁচালঙ্কা খাওয়ার ছবি পোস্ট করেছেন অনুষ্কা। এই খাবার যে তাঁর দারুণ লেগেছে, তা ছবির ওপরে ইমোজি থেকেই স্পষ্ট৷ এই ছবিতে ভালোবাসা উজার করে দিয়েছেন তাঁর অনুরাগীরা৷ অভিনেত্রীর পাতে বাঙালি খাবার দেখে বেজায় খুশি তাঁর ভক্তকুল৷ 

পান্তা ভাত


ঝুলনের চরিত্রে নিজেকে তুলে ধরাটা অনুষ্কার কাছেও বিরাট চ্যালেঞ্জ। কারণ নদিয়ার চাকদহের মেয়ে ঝুলন উঠে এসেছেন নিম্নবিত্ত পরিবার থেকে৷ অভাবের সঙ্গে যুঝতে যুঝতেই ক্রিকেটের মাঠে ঘাম ঝরিয়েছেন৷ নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই ভারতীয় মহিলা ক্রিকেট দলে ঠাঁই হয়েছে তাঁর৷ ফাস্ট বোলিংয়ে দুরন্ত সাফল্যের পর হয়েছেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। ঝুলনের জীবন অবশ্য অনেকের কাছেই অনুপ্রেরণা৷ 
 

Around The Web

Trending News

You May like