Aajbikel

ব্রালেটে উন্মুক্ত ক্লিভেজ, নীচে অদ্ভূত দর্শন প্যান্ট! নেটিজেনরা কনফিউজড উরফির গুগলিতে

 | 
উরফি

মুম্বই: উদ্ভট ফ্যাশনে চমক দিতে তাঁর জুড়ি মেলা ভার৷ এবারও তিনি এলেন বিশেষ চমক নিয়ে৷ প্রথমটা তাঁকে দেখে হকচকিয়ে গিয়েছিল নেটিজেনরা৷ মনে হচ্ছিল, কোথাও ভুল হচ্ছে নাতো? ভুল নয়, বরং সকলকে কনফিউজড করে দিলেন সোশ্যাল মিডিয়া সেনশেসন উরফি জাভেদ৷ একটা নয় বরং দু-টো প্যান্ট পরে রাস্তায় বেরিয়ে পড়লেন তিনি৷ যা দেখে নেটবাসীদের চক্ষু একেবারে চড়কগাছ৷ উর্ধ্বঙ্গ ঢাকা সবুজ ব্রালেটে৷ 

আরও পড়ুন- নিতম্ব ফ্লন্টস করে পোজ, উটিতে পাহাড়ের কোলে শ্রী-কন্যা যেন মুক্ত বিহঙ্গ


বাদামী রংয়ের জোড়া প্যান্ট পরে নেট পাড়ায় ঝড় তুলেছেন উরফি জাভেদ৷ যদিও ভালো করে দেখলে বোঝা যাবে দুটি নয়, একটি প্যান্টই পায়ে গলিয়েছেন তিনি৷ অপরটি স্রেফ ঝুলিয়ে রেখেছেন কোমর থেকে৷ এক ঝলকে দেখলে মনে হবে উরফি যেন দুটি প্যান্ট পরে হাঁটছেন৷ তাঁর এই উদ্ভট পোশাক দেখে সমালোচনার ঝড় উঠেছে৷ আর সোশ্যাল মিডিয়ায় কী ভাবে নিজেদের ভক্তদের ধরে রাখতে হয়, তা বেশ ভালোই জানেন অভিনেত্রী৷ তাইতো উন্মুক্ত বক্ষ বিভাজিকায় লাস্য ঝরালেন তিনি৷ 


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুচ্ছ ছবি শেয়ার করেছেন উরফি৷ যা রীতিমতো ভাইরাল৷ ব্রা-এর নীচে জোড়া প্যান্ট পরে সকলকে একেবারে চমকে দিয়েছেন৷ অনেকে আবার চটে লাল৷ নান মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ নেটিজেনদের কেউ কেউ আবার লিখেছেন, 'একটা কিনলে আরেকটা ফ্রি?' কেউ আবার বলেছেন, ' কীভাবে জামাকাপড় পড়তে হয় সেটাই জানেন না উরফি।' তবে অনেকেই তাঁর এই ব্যতিক্রমী ফ্যাশন সেন্সকে সাধুবাদ জানিয়েছেন৷ 


 

Around The Web

Trending News

You May like