মুখ খুললেন অনুরাগ, ফাঁস করলেন সুশান্তের মৃত্যু দিনের হোয়াটসঅ্যাপ চ্যাট

মুম্বই: বলিউডের একাধিক অভিনেতা ও অভিনেত্রী বর্তমানে রিয়া চক্রবর্তীর সমর্থনে মুখ খুলেছে। পিতৃতন্ত্রের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তাঁরা। রিয়া চক্রবর্তীকে নিয়ে ন্যায়বিচার দাবিও করেছেন। এবার মুখ খুললেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ। সুশান্ত সিং রাজপুতের তদন্ত সম্পর্কে ইন্ডাস্ট্রি কেন চুপ ছিল এতদিন, তিনি নিজেই বা কেন চুপ ছিলেন, তা জানিয়েছেন তিনি। পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও প্রকাশ্যে এনেছেন। চ্যাটটি সুশান্তের মৃত্যুর দিনের।

মুম্বই: বলিউডের একাধিক অভিনেতা ও অভিনেত্রী বর্তমানে রিয়া চক্রবর্তীর সমর্থনে মুখ খুলেছে। পিতৃতন্ত্রের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তাঁরা। রিয়া চক্রবর্তীকে নিয়ে ন্যায়বিচার দাবিও করেছেন। এবার মুখ খুললেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ। সুশান্ত সিং রাজপুতের তদন্ত সম্পর্কে ইন্ডাস্ট্রি কেন চুপ ছিল এতদিন, তিনি নিজেই বা কেন চুপ ছিলেন, তা জানিয়েছেন তিনি। পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও প্রকাশ্যে এনেছেন। চ্যাটটি সুশান্তের মৃত্যুর দিনের।

এই চলচ্চিত্র নির্মাতা টুইটারে একটি বিবৃতি পোস্ট করেছেন। সেখানে লেখা ছিল, “রিয়া রক্তর পিপাসা এখন সবার। আমি সবাইকে জিজ্ঞাসা করছি আপনি কীভাবে জানলেন যে তিনি এই কাজটি করেছেন কি করেননি? আপনি কীভাবে জানলেন যে তিনি কী করবেন? আমরা কি ভুলে যাচ্ছি যে পুরো ইন্ডাস্ট্রি গত ৯ থেকে ১০ বছর ধরে সুশান্তের সঙ্গে পরিচিত। হ্যাঁ। আমরা জানি।” 'গ্যাংস অফ ওয়াসেপুর' পরিচালক আরও বলেছেন, “পুরো ইন্ডাস্ট্রি তাঁর প্রতি শ্রদ্ধার কারণে এতদিন শান্ত ছিল। আর এখন সুশান্তের সম্পর্কে জেনে সবাই রিয়ার প্রতি সহমর্মিতা দেখাচ্ছে। কারণ জল অনেক দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে।”

 

null

এর আগে মঙ্গলবার, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত একটি মাদক মামলায় রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তারের কিছুক্ষণ পরেই বলিউডের একাধিক ব্যক্তিত্ব বলেছিলেন, মহিলা বলেই অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে এমন ঘটনার মুখোমুখি হতে হল। এর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বিচারের দাবি তুলেছিলেন তাঁরা। বিদ্যা বালান, শিবানী দান্দেকার, অনুরাগ কাশ্যপ প্রমুখের সেলিব্রিটিরা মঙ্গলবার রিয়া যে টি-শার্ট পরেছিলেন, তা উদ্ধৃত করে একটি মন্তব্য শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। NCB'র সঙ্গে তাঁর জিজ্ঞাসাবাদের তৃতীয় দিন রিয়া ওই টি শার্টটি পরেছিলেন।

আরও পড়ুন: বাল ঠাকরের আদর্শ জলাঞ্জলি দিয়ে শিবসেনা এখন 'সোনিয়া সেনা', কটাক্ষ কঙ্গনার

এছাড়া এদিন একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও শেয়ার করেন অনুরাগ। সেই চ্যাটটি সুশান্তের মৃত্যুর দিন, ১৪ জুনের। সুশান্তের ম্যানেজারের সঙ্গে সেদিন অনুরাগের কথা হয়েছিল। টুইটে অনুরাগ লিখেছেন, এটি শেয়ার করার অভিজ্ঞতা তাঁর মোটেই ভাল নয়। তিনি ভাবেননি কখনও এই চ্যাট তাঁকে প্রকাশ করতে হবে। কিন্তু যাঁরা মনে করেন সুশান্তের পরিবারের জন্য ইন্ডাস্ট্রি ভাবে না, তাদের জন্য এটি তিনি পোস্ট করলেন। এবার যে কেউ তাঁকে নিয়ে আলোচনা সমালোচনা করতে পারেন বলেও জানিয়েছেন অনুরাগ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − three =