একটি যুগের অবসান, দিলীপ কুমারের প্রয়াণে শোকবার্তা মোদী-মমতার

একটি যুগের অবসান, দিলীপ কুমারের প্রয়াণে শোকবার্তা মোদী-মমতার

মুম্বই: অভিনয় জগতে ইন্দ্রপতন৷ বুধবার সকালে সকলকে ছেড়ে চির বিদায় নিলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর৷ তাঁর মৃত্যুতে হিন্দি চলচ্চিত্র জগতে একটি যুগের অবসান ঘটল৷ দু’মলাটে বন্দি হল একটা স্বর্ণ অধ্যায়৷ দিলীপ কুমারের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে৷ শোকাহত গোটা দেশ৷ প্রবাদ প্রতিম অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব৷ 

আরও পড়ুন- প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার

বুধবার অভিনেতার পারিবারিক বন্ধু ফৈজল ফারুকি টুইট করে বলেন, ‘‘ভগ্ন হৃদয়ে গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, কয়েক মিনিট আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন সকলের প্রিয় দিলীপ কুমার সাহেব৷ আমরা ঈশ্বরের কাছ থেকেই এসেছি৷ তাঁর কাছেই ফিরে যাচ্ছি৷’’ এ পরেই টুইট করে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ৷ তিনি লেখেন, ‘‘উদীয়মান ভারতের ইতিহাসে তিনি নিজেকে সমাহিত করেছিলেন৷ সমস্ত সীমা অতিক্রম করে উপ মহাদেশ তাঁকে ভালোবেসেছিল৷ তাঁর প্রয়াণে একটি যুগের অবসান ঘটল৷ তবে ভারতবাসীর মনে আজীবন বেঁচে থাকবেন দিলীপ কুমাপ সাহেব৷ তাঁর পরিবার ও অগণিত ভক্তদের সমবেদনা জানাই৷’’

 

টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘সিনেম্যাটিক লেজেন্ড হিসাবে দিলীপ কুমারজি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন৷ তিনি অসমান্য প্রতিভার অধিকারী ছিলেন৷ তাঁর কাজ বহু প্রজন্মকে মুগ্ধ করেছে৷ তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক জগতে বড় ক্ষতি হয়ে গেল৷ তাঁর পরিবার, বন্ধু, অগণিত ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানাই৷ RIP৷’’ শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি টুইট করে লিখেছেন, ‘‘ প্রবীণ অভিনেতা দিলীপ কুমারজির মৃত্যুর খবরে গভীর ভাবে শোকাহত৷ তাঁর অভিনয় শৈলী ভবিষ্যৎ প্রজন্মর সিনেমা প্রেমীদেরও মনে গেঁথে থাকবে। আমার আন্তরিক সমবেদনা জানাই সায়রা বানু, তাঁর পরিবার এবং লক্ষ লক্ষ ভক্তকে।’’ 

১৯২২ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে জন্ম হয় দিলীপ কুমারের। তাঁর নাম ছিল মহম্মদ ইউসুফ খান। পরবর্তীকালে হয়ে তিনিই হয়ে ওঠেন দা লেজেন্দ দিলীপ কুমার। ১৯৬৬ সালে অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে নিকাহ করেন তিনি৷  সুখী দাম্পত্য জীবন তাঁর৷ মৃত্যর সময়ও তাঁর পাশে ছিলেন সায়রা বানু৷ ৬৫টির বেশি সিনেমায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *