মুম্বই প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মৃত্যু হয় তাঁর। দীর্ঘ দিন ধরেই বাধ্যর্ক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে৷ আজ সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর৷ শেষ সময়ে তাঁর পাশে ছিলেন স্ত্রী সায়রা বানু৷ তাঁর মৃত্যুতে বলিউড জুড়ে শোকের ছায়া৷ শোকাহত গোটা দেশ৷
আরও পড়ুন- ‘আমি একজন ভারতীয় অভিনেতা’ অনুপমের পরিচয় শুনে কী প্রতিক্রিয়া ছিল লিওনার্দোর?
বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দিন কয়েক আগে দিলীপ-জায়া সায়রা বানু টুইটে লিখেছিলেন, ‘‘দিলীপ কুমার সাহেবের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল। তবে এখনও তিনি আইসিইউ-তেই আছেন৷ আমরা চাই ওঁনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে৷ তবে চিকিৎসক এখনও অনুমতি দেননি৷ আপনার সকলে ওঁর জন্য প্রার্থনা করুন৷’’ এর আগে গত ৬ জুন হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে৷ ফুসফুসে অতিরিক্ত ফ্লুয়েড জমে গিয়েছিল তাঁর৷ সেই সময় প্লিউরাল অ্যাসপিরেশন প্রক্রিয়ায় তাঁর চিকিৎসা হয়েছিল৷ এর পর ৩০ জুন ফের হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে৷ চিকিৎসক জলিল পারেকারের তত্বাবধানে ভর্তি হন তিনি৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন অভিনেতা৷ কিন্তু শেষরক্ষা হল না৷ আর বাড়ি ফেরা হল না তাঁর৷
দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবন তাঁর৷ হিন্দি চলচ্চিত্র জগতে তাঁর অবদান অনস্বীকার্য৷ বলিউডে তিনি পরিচিত ছিলেন ‘ট্র্যাজেডি কিং’ হিসাবেই৷ দিলীপ কুমারের নাম উচ্চারিত হলেই আমাদের মনে পড়ে যায় ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা-যমুনা’, ‘দেবদাস’, ‘ক্রান্তি’র মতো কালজয়ী সিনেমার নাম৷ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে শেষবার সিলভার স্ক্রিনে দেখা গিয়েছিল তাঁকে৷