সুস্থ থাকতে রোজ গোমূত্র পান করেন অক্ষয় কুমার!

মুম্বই: অক্ষয় কুমার যে বলিউডের অন্যতম ফিট অভিনেতা, তা কারওর অজানা নয়। নিয়মিত শরীরচর্চায় তিনি এখনও নিজেকে ফিট রেখেছেন। কিন্তু জানান কি? তাঁর ফিটনেসের পিছনে রয়েছে আরও একটি রহস্য? সম্প্রতি বলিউড অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছেন যে তিনি আয়ুর্বেদিক কারণে প্রতিদিন গোমূত্র পান করেন।

মুম্বই: অক্ষয় কুমার যে বলিউডের অন্যতম ফিট অভিনেতা, তা কারওর অজানা নয়। নিয়মিত শরীরচর্চায় তিনি এখনও নিজেকে ফিট রেখেছেন। কিন্তু জানান কি? তাঁর ফিটনেসের পিছনে রয়েছে আরও একটি রহস্য? সম্প্রতি বলিউড অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছেন যে তিনি আয়ুর্বেদিক কারণে প্রতিদিন গোমূত্র পান করেন।

হুমা কুরেশি এবং লারা দত্ত ভূপতির সঙ্গে তাঁর আসন্ন ছবি “বেলবটম” এর জন্য বর্তমানে স্কটল্যান্ডে শুটিং করছেন অক্ষয। সম্প্রতি একটি জঙ্গলের অ্যাডভেঞ্চারে ব্রিটিশ অ্যাডভেঞ্চারার এবং হোস্ট বিয়ার গ্রিলসের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে তা ইতিমধ্যেই প্রচারিত। সেখানে হাতির মল থেকে চা তৈরি করতে দেখি গিয়েছিল অক্ষয়কে। এই প্রসঙ্গে হুমা কুরেশি অক্ষয়কে জিজ্ঞাসা করেন, কীভাবে তিনি হাতির মল থেকে প্রস্তুত চা পান করতে রাজি হয়েছিলেন? এই প্রশ্নের উত্তরেই চাঞ্চল্যকর মন্তব্য করেন হুমা। বলেন, “আমি চিন্তিত ছিলাম না। বরং আমি খুব উত্তেজিত ছিলাম। প্রতিদিন আয়ুর্বেদিক কারণে আমি গোমূত্র পান করি। তাই অসুবিধা হয়নি।” ১১ সেপ্টেম্বর, আজ ডিসকভারি+ চ্যানেলে অক্ষয়ের এই শোটি দেখা যাবে। অক্ষয়ের আগে ব্রিটিশ অ্যাডভেঞ্চারার এবং হোস্ট বিয়ার গ্রিলসের সঙ্গে বন্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে অক্ষয় অ্যাডভেঞ্চারে গিয়েছিলেন।

আরও পড়ুন: কঙ্গনার পর মণীশ মালহোত্রা, বেআইনি নির্মাণের নোটিশ পৌঁছল ফ্যাশন ডিজাইনারের বাড়ি

অক্ষয় আরও স্বীকার করেছেন যে গ্রিলসের সাথে একটি পর্ব করা তাঁর জন্য উৎসাহজনক ছিল। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে বলিউড অভিনেতা রণবীর সিং অনেক মন্তব্য করেন। অক্ষয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর গোঁফের প্রশংসা করেন। অক্ষয় এরপর প্রকাশ করেন যে গোঁফ তাঁর আসন্ন প্রজেক্ট “বেলবটম” এর জন্য। তিনি আরও যোগ করেছেন যে তিনি তাঁর স্ত্রী বা সন্তানদের জন্য নতুন লুক রাখেন না। কারণ কেউ তাঁর নতুন লুকের জন্য আকাঙ্ক্ষিত নয়। কথোপকথনের সময়, গ্রিলসও শেয়ার করেছিলেন যে তিনি অক্ষয়কে ব্যক্তিগতভাবে চিনতেন না এবং তাঁর সাথে দেখা করার পরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এমন একজন লোক যার কোনও অহংকার নেই। অক্ষয় যে যথেষ্ট মজাদার, তাও বলেন তিনি। অক্ষয়ের ফিটনেসেরও প্রশংসা করেন গ্রিলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + one =