ব্রা নিয়ে ট্যাবু ভাঙার খেলায় মত্ত শ্রীলেখা, কালো স্ট্রাপ বার করেই বানালেন ভিডিয়ো

ব্রা নিয়ে ট্যাবু ভাঙার খেলায় মত্ত শ্রীলেখা, কালো স্ট্রাপ বার করেই বানালেন ভিডিয়ো

কলকাতা: অন্তর্বাস নিয়ে রাখঢাক, লজ্জায় মাথা নত করা, এসব একুশ শতকে বড্ড বেমানান৷ অন্তর্বাস নিয়ে ট্যাবু ভাঙার সময় এসে গিয়েছে৷ ব্লাউজের আড়াল থেকে উঁকি দেওয়া কালো স্ট্র্যাপ না ঢেকে সেই বার্তাই দিলেন শ্রীলেখা মিত্র৷ 

আরও পড়ুন- হাতে ঢাকা স্তন,খোলা পিঠে উন্মুক্ত নিতম্বের খাঁজ, নেটপাড়ায় ঝড় তুললেন জ্যাকলিন

শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজে শ্রীলেখার সাজ তখন সম্পন্ন৷ সেটে পৌঁছনোর আগে এক সহযোগীকে অভিনেত্রীর প্রশ্ন সব ঠিক আছে তো? উত্তরে বললেন সব ঠিক আছে, শুধু ব্রা-এর স্ট্র্যাপ বেরিয়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে তা ঢাকতে গিয়েও হাত সরালেন শ্রীলেখা৷ শরীরী ভাষায় বুঝিয়ে দিলেন, স্ট্র্যাপ লুকোনোর কী আছে? এর পর কালো ব্রা-এর স্ট্র্যাপ বার করেই বানালেন ভিডিয়ো৷ 

প্রথম সারির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, একুশ শতকেও যদি এত ট্যাবু নিয়ে চলতে হয়, তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু নেই৷ তাঁর সাফ কথা, মেয়েদের স্তন আছে৷ মেয়েরা অন্তর্বাস পরে৷ এটা সবাই জানেন৷ অনলাইনে খোলাখুলি ডিজাইনার ব্রেসিয়ার বিক্রি হচ্ছে৷ আর রঙিন ব্রেসিয়ারের উপর হালকা জামা পরে ছবি দেওয়া বলিউডের ফ্যাশন৷ তাহলে অন্তর্বাস নিয়ে এত রাখঢাক কীসের? ব্রা-এর স্ট্র্যাপ বেরলেই দোষ? 

আরও পড়ুন- আরও ৪ দিন বাড়ল রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ, হাইকোর্টের দ্বারস্থ শিল্পার স্বামী

shrilekha

নীতিপুলিশদের কথা হওয়ায় ওড়ালেও শ্রীলেখাকে কটূক্তি করতে ছাড়েনি নেটনাগরিকরা৷ অনেকে আবার শ্রীলেখার স্তনের মাপ জানতে চেয়েছেন সরাসরি৷ কেউ কেউ আবার বলেছেন, শুধু ব্রা কেন, সব কিছুই দেখাতে পারেন৷ পাল্টা শ্রীলেখার বক্তব্য, যাঁরা মাতৃদু্গ্ধ পান করেননি, তাঁদের পক্ষেই কুৎসিত মন্তব্য করা সম্ভব৷ শ্রীলেখা আরও বলেন, ‘ব্রায়ের স্ট্র্যাপ বেরিয়ে গিয়েছে। ঢোকাও। ছি ছি। নাহলে ইজ্জত যাবে। কেন ভাই? ব্রা কি মহিলাদের পোশাকের অঙ্গ নয়?
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 10 =