‘শরীর বিক্রি করে কাজ পেয়েছে’ চরম বর্ণবিদ্বেষের শিকার শ্রুতি, নালিশ লালবাজারে

‘শরীর বিক্রি করে কাজ পেয়েছে’ চরম বর্ণবিদ্বেষের শিকার শ্রুতি, নালিশ লালবাজারে

কলকাতা:  ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে মুখ্য চরিত্র দিয়ে ছোট পর্দায় যাত্রা শুরু করেছিলেন শ্রুতি দাস৷ অভিনয় দক্ষতায় ভর করেই অভিনয় জগতে নিজের জায়গা পাকা করেছেন তিনি৷ কিন্তু গত ২ বছর ধরে সোস্যাল মিডিয়ায় তাঁকে লাগাতার আক্রমণ করা হয়েছে৷ কখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে, কখনও তাঁর গায়ের রং নিয়ে৷ এক কথায় সোশ্যাল মিডিয়া কদর্যভাবে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে তাঁকে৷ অবশেষে লালবাজারে সাইবার সেলে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী৷ 

আরও পড়ুন- লাগানের সেটে আলাপ থেকে লিভ ইন-বিয়ে, আমির-কিরণের সম্পর্কের সফর

এতদিন মুখ বুজে সমস্ত ট্রোল সহ্য করলেও, পরিস্থিতি সীমা পেরিয়ে গিয়েছে৷ তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী৷ এমনকী কলকাতা পুলিশকে ট্যাগ করে কুরুচিকর কমেন্টগুলি সম্পর্কেও জানিয়েছেন তিনি৷ ‘ত্রিনয়নী’ ধারাবাহিক শেষ হওয়ার পর আপাতত ‘দেশের মাটি’তে নোয়া চরিত্রে অভিনয় করছেন বছর ২৫-এর শ্রুতি৷ কিন্তু সর্বক্ষণ তাঁকে ধাওয়া করে বেড়াচ্ছে নোংরা কমেন্ট৷ তাঁর প্রেম নিয়েও মাথা ব্যথার অন্ত নেই৷ প্রসঙ্গত, ত্রিনয়নী সিরিয়াল করার সময়েই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেম শুরু হয় তাঁর৷ কিন্তু দু’জনের বয়সের ফারাক নিয়ে বাঁকা কথা শুনতে হয় শ্রুতিকে৷ এর পরেও চুপ ছিলেন অভিনেত্রী৷ লোকে যাই বলুক, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে লুকোছাপা কোনও দিনই করেননি শ্রুতি৷ সোশ্যাল মিডিয়ায় একেবার সাজানো তাঁর ও স্বর্ণেন্দুর কাটানো স্মরণীয় মুহূর্ত৷ স্বর্ণেন্দুও প্রেম আড়াল করেননি৷ 

আরও পড়ুন- ১৫ বছরের দাম্পত্যে ইতি, বিচ্ছেদের সিদ্ধান্ত আমির-কিরণের

দেশের মাটি ধারাবাহিকে কাজ করার সময় একবার অসুস্থ হয়ে পড়েছিলেন শ্রুতি৷ সেই সময় একদল নেট নাগরিক তাঁর মৃত্যু পর্যন্ত কামনা করেছিল৷ তবে সেই সময় তাঁর পাশে ছিলেন তাঁর সতীর্থরা৷ উল্লেখ্য, তখনও কিন্তু আইনি পদক্ষেপ করেননি শ্রুতি৷ সম্প্রতি ফের সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটু কথা শোনায় এক মহিলা৷ খোঁজ নিয়ে শ্রুতি জানতে পারেন, ওই মহিলা কাটোয়ারই বাসিন্দা৷ যেখান থেকে এসেছেন তিনিও৷ শ্রুতি বলেন, ‘‘অনেকেই এই ধরনের ট্রোলকে পাত্তা না দেওয়ার কথা বলেছিল৷ আমি সেটাই করেছি৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা বেড়ে চলেছে৷ ত্রিণয়ণীর পরিচালকের সঙ্গে আমার সম্পর্ক জানাজানি হওয়ার পর থেকে ট্রোলাররা আমার চরিত্র নিয়ে কথা বলছে৷ কাজ নিয়ে প্রশ্ন তুলেছে৷ এখনও চুপ থাকলে এটা আরও বাড়বে বলেই মনে করি৷’’ শ্রুতি অভিযোগ জানানোর পর ই-মেল মারফত আরও বিস্তারিত জানতে চেয়েছে পুলিশও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 8 =