Aajbikel

হঠাৎ অসুস্থ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, ভর্তি বেসরকারি হাসপাতালে

 | 
মাধবী

কলকাতা: অসুস্থ সত্যজিতের ‘চারুলতা’৷ শুক্রবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়৷  দ্রুত তাঁকে  উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছে৷  

আরও পড়ুন- গুটি গুটি পায়ে হাঁটছে জেহ! সইফ-করিনার ছোট পুত্রকে দেখে আপ্লুত অনুরাগীরা

অনেক দিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন মাধবী। সেইসঙ্গে রক্তে শর্করার মাত্রাও বেশি রয়েছে তাঁর। পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যাও আছে অভিনেত্রীর। শুক্রবার সকালে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি৷ পরিবারের লোকজন আর দেরি করেননি৷ চিকিৎসকের পরামর্শে দ্রুত তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ আপাতত অশিতীপর অভিনেত্রীকে হাসপাতালের মেডিসিন বিভাগে রাখা হয়েছে৷ 


অভিনেত্রীর কন্যা মিমি ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, কোভিডের জন্য এত দিন মাধবী মুখোপাধ্যায়কে হাসপাতালে এনে তাঁর শারীরিক পরীক্ষা করানো সম্ভব হয়নি। কিন্তু হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকরে পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ 


এদিকে, কেন তিনি দুর্বল এবং অসুস্থ বোধ করছেন, তা জানতে ইতিমধ্যেই চিকিৎসকরা কিছু পরীক্ষা করানোর কথা বলেছেন৷ সেই সহ পরীক্ষাগুলি একে একে করানো হচ্ছে৷ পরীক্ষার রিপোর্ট দেখেই চিকিৎসা পরবর্তী সিদ্ধান্ত নেবেন৷ অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই তাঁর শরীরটা ভালো যাচ্ছিল না অভিনেত্রীর, তাই তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ তাঁদের প্রার্থনা, দ্রুত শারীরিক দুর্বলতা কাটিয়ে তিনি বাড়ি ফিরে আসবেন৷ 

মা লীলা দেবীর হাত ধরে ছোট বয়সেই থিয়েটারে পা রেখেছিলেন মাধবী মুখোপাধ্যায়। শিশর ভাদুড়ির সঙ্গে প্রথম কাজ তাঁর৷ এর পর  নির্মলেন্দু লাহিড়ী এবং ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে অভিনয়ের পাঠ নিয়েছেন৷ পরবর্তী সময়ে তিনি কাজ করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতেও৷ 


দীর্ঘ অভিনয় জীবন মাধবী মুখোপাধ্যায়ের৷ তবে তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন ‘চারুলতা’ হয়ে৷ এছাড়াও '২২শে শ্রাবণ', ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’র অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করেছেন তিনি৷ 

Around The Web

Trending News

You May like