Aajbikel

গুটি গুটি পায়ে হাঁটছে জেহ! সইফ-করিনার ছোট পুত্রকে দেখে আপ্লুত অনুরাগীরা

 | 
জেহ

মুম্বই:  জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ার লাইমলাইট কেড়েছে সইফ আলি খান ও করিনা কাপুর খানের বড় ছেলে তৈমুর আলি খান৷ তাঁদের ছোট ছেলে জেহ আলি খানকে নিয়েও তারকা জুটির ভক্তদের উৎসাহের খামতি নেই৷ গত ফেব্রুয়ারি মাসে এক বছর পূর্ণ করেছে সে৷ এবার গুটি গুটি পায়ে হাঁটা শুরু জেহর৷ 

আরও পড়ুন- অন্তর্বাস ছাড়াই আয়নার সামনে মিরর সেলফি! সুপার হট মালাইকার লাস্যে আগুন নেটপাড়ায়


বৃহস্পতিবার দেখা মিলল নবাব পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যের। তবে এবার মা-বাবার কোলে চেপে নয়, ছোট্ট ছোট্ট পায়ে নিজেই হাঁটল জেহ৷ যদিও ছেলের হাত ভুলেও ছাড়েননি মা করিনা৷ যাতে টালমাটাল পায়ে চলে গিয়ে হোঁচট খেয়ে না পড়ে সে৷ 


জেহ-কে গুটিগুটি পায়ে হাঁটতে দেখে আপ্লুত সইফ-করিনার অনুরাগীরা৷ তার হাঁটার ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভালোবাসায় ভরিয়েছেন নেটিজেনরা৷ একজন ভক্ত খানিক অবাক হয়ে লিখেছেন, ‘এত তাড়াতাড়ি হাঁটা শিখে গেল!’ আবার এক নেটনাগরিক লিখেছেন, ‘কী মিষ্টি হয়েছে!’ 


২০২১-এর ২১ ফেব্রুয়ারি৷ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম হয় জেহ-র৷ সন্তানের আগমনের আগেই যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছিলেন তারকা-দম্পতি। নতুন রাজকীয় বাসস্থানের ব্যবস্থা করা হয়ে গিয়েছিল৷ সেখানে রয়েছে লাইব্রেরি থেকে স্যুইমিং পুল৷ জেহর জন্য নার্সারি থেকে তৈমুরের জন্য থাকার আলাদা জায়গা, কী নেই সেখানে। 


জন্মের পর থেকেই কড়া নিরাপত্তা বলয়ে রাখা হয়েছিল জেহকে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির কালো কাচের আড়ালে ছিল সে। এমনকী ভক্তরা অপেক্ষায় থাকলেও দীর্ঘদিন তারকা জুটি প্রকাশ্যে আনেননি ছেলের কোনও ছবি৷ আর ছবি দিলেও জেহ-র মুখ ঢাকা থাকত ইমোজিতো৷ তবে এখন দাদা তৈমুরের মতো তিনিও নেটনাগরিকদের নয়নের মণি৷ 


 

 

Around The Web

Trending News

You May like