Aajbikel

গায়ে জ্বর, বেড়েছে সংক্রমণ, লড়াই করে চলেছেন ঐন্দ্রিলা

 | 
ঐন্দ্রিলা

কলকাতা: হাসপাতালের বেডে শুয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন ‘ব়িয়্যাল ফাইটার’ ঐন্দ্রিলা শর্মা৷ ক’দিন আগেই অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে আশার কথা শুনিয়েছিলেন বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী। কিন্তু, এর পরে ফের অবনতি হয় ঐন্দ্রিলার স্বাস্থ্যের৷ ১০ দিন কেটে গেলেও এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। উল্টে ফের সংক্রমণ বেড়েছে। জ্বর এসেছে। এই কঠিন লড়াইয়ে চিকিৎসকদের একটাই ভরসা ঐন্দ্রিলার বয়স।

আরও পড়ুন- গায়ে জ্বর, বেড়েছে সংক্রমণ, লড়াই করে চলেছেন ঐন্দ্রিলা
 

হাসপাতাল সূত্রে খবর, এখনও ‘সি প্যাপ’ সাপোর্টেই রয়েছেন ঐন্দ্রিলা৷ জ্ঞান ফেরেনি। একটা ঘোরের মধ্যে রয়েছেন৷ মঙ্গলবারই জানা গিয়েছিল, নতুন সংক্রমণ ধরা পড়েছে অভিনেত্রীর শরীরে। অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে৷ সংক্রমণ কিছুটা  নিয়ন্ত্রণে এসেছে। তবে, এভাবে জ্বর আসাটা ভাল লক্ষণ নয় বলেই জানাচ্ছে চিকিৎসকরা। শনিবার শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রী গায়ে ১০০ জ্বর রয়েছে। শারীরিক অবস্থা ওঠা-নামা করছে৷ ফলে তাঁর শরীরিক অবস্থা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। ঐন্দ্রিলার বয়স যে হেতু অনেকটাই কম, তাই তিনি লড়তে পারবেন বলেই আশাবাদী চিকিৎসক এবং তাঁর প্রিয়জনেরা।

দিন ১০ আগে আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তার পর থেকে হাসপাতালেই ভর্তি আছেন৷ এর আগে দু’বার ক্যান্সার জয় করেছেন তিনি৷ তবে প্রতিবারই লড়াইয়ে পাশে পেয়েছেন বন্ধু সব্যসাচীকে৷ এবারও ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি৷ 

Around The Web

Trending News

You May like