না ফেরার দেশে চলে গেলেন এই প্রতিভাবান অভিনেতা, শোক টিনসেল টাউনে

না ফেরার দেশে চলে গেলেন এই প্রতিভাবান অভিনেতা, শোক টিনসেল টাউনে

মুম্বই: নতুন সপ্তাহের প্রথম দিনেই সিনে জগতের জন্য খারাপ খবর। না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট অভিনেতা-চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম। রবিবার রাতে মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন অভিনেত্রী আয়েশা রাজা, পরিচালক হনসল মেহতা। দু-মাস আগেই নিজের একমাত্র সন্তান জাহানকে হারান শিব কুমার সুব্রহ্মণ্যম। আর এবার নিজেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন তিনি। অভিনেতাকে শেষবার দেখা গিয়েছে ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ ছবিতে।

আরও পড়ুন- চড় মেরে অস্কার মঞ্চে থেকেই নিষিদ্ধ হয়ে গেলেন স্মিথ

১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ ছবির সঙ্গে বলিউডে পা রেখেছিলেন শিব কুমার সুব্রহ্মণ্যম। তারপর বছর বছর ধরে ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘হাজারো খাইয়েশে এয়সি’, ‘টু স্টেস্টস’, ‘কামিনে’র মতো ছবিতে কাজ করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ‘মুক্তি বন্ধন’ সিরিয়ালে তাঁর দাপুটে অভিনয় আজও মনে রেখেছেন সকলে। তাঁর এই অকাল প্রয়াণ তাই সিনে জগত প্রেমীদের শোকবিহ্বল করে তুলেছে।

জানা গিয়েছে, দু’মাস আগেই নিজের একমাত্র সন্তান জাহানকে হারান শিব কুমার সুব্রহ্মণ্যম। ১৬ বছরের জন্মদিনের দু-সপ্তাহ আগে ব্রেন টিউমারে মৃত্যু হয় তাঁর। তারপরই নিজেকে কার্যত গুটিয়ে নিয়েছিলেন তিনি। যদিও এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। তবে পরিচালক হনসল মেহতা টুইটারে তাঁর শেষকৃত্যের কথা জানিয়েছেন। আজ মুম্বইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশানে প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =