কলকাতা: অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মেরেছিলেন। এই ঘটনা ঘটিয়ে এখনও সংবাদ শিরোনামে অভিনেতা উইল স্মিথ। এই বছর তিনি সেরা অভিনেতার জন্য পুরষ্কার পেয়েছেন বটে কিন্তু তা নিয়ে প্রায় চর্চা হচ্ছেই না। চড়-কাণ্ড নিয়েই আলোচনা চলছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটা আগেই জানিয়েছিল অ্যাকাডেমি কর্তৃপক্ষ। কিন্তু তার আগে হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করেন স্মিথ। তবে সেটা করেও চূড়ান্ত লাভবান হলেন না তিনি। অস্কার মঞ্চ তাঁকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করল।
আরও পড়ুন- পুরনো কাপড় কেটে নতুন স্টাইল? কী ভাবে? উরফির ফ্যাশন সিক্রেটে হতবাক নেটিজেনরা
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসে। সেখানেই উইল স্মিথকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেয় তারা। তবে স্মিথকে অস্কারের মঞ্চ থেকে নিষিদ্ধ করা হলেও কেড়ে নেওয়া হয়নি তাঁর পুরস্কার। চড় মারার ব্যাপার নিয়ে উইল আগে নিজেই জানিয়েছিলেন, অস্কারের মঞ্চে যা ঘটেছে, তা ক্ষমার অযোগ্য। অ্যাকাডেমি এর পরে যা সিদ্ধান্ত নেবে, তা মাথা পেতে নেবেন তিনি। অবশেষে অস্কার তাঁকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে দিল। তাঁর এই আচরণের জন্য সঞ্চালক ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও কোনও লাভ পেলেন না স্মিথ। তবে গোটা ইস্যু নিয়ে এখনও পর্যন্ত সঞ্চালক ক্রিস রক কোনও মন্তব্যই করেননি।
স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা সহ্য করতে না একেবারে অস্কারের মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে সপাটে একটি চড় কষান অভিনেতা উইল স্মিথ। সেই ঘটনায় এখন কার্যত উত্তাল হয় সিনে জগত। চড় মারার কিছুক্ষণের মধ্যেই ‘কিং রিচার্ড’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান উইল। পর সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চান স্মিথ, ক্রিস রকও জানান যে তিনি উইলের বিরুদ্ধে কোনও মামলা করবেন না।