পুরনো কাপড় কেটে নতুন স্টাইল? কী ভাবে? উরফির ফ্যাশন সিক্রেটে হতবাক নেটিজেনরা

মুম্বই: ইন্টারনেট সেনশেসন উরফি জাভেদের ফ্যাশন স্টেটমেন্টে কাবু নেটিজেনরা৷ উদ্ভট ফ্যশনেই জনপ্রিয়তার শীর্ষে ‘বিগ বস ওটিটি’ খ্যাত উরফি৷ প্রতিবারই নতুন অবতারে দেখা যায় অভিনেত্রীকে৷ তাঁর সব পোশাকই হাটকে৷ কোনও পোশাকের সঙ্গেই মিল নেই কোনও পোশাকের৷ তাই হয়তো তিনি অনন্যা! কী ভাবে প্রচারমাধ্যমের লাইমলাইট কেড়ে নিতে হয়, তা বেশ ভালোই জানেন তিনি। কিন্তু, জানেন কি উরফির ফ্যাশন স্টেটমেন্টের রহস্য কী? নিজেই সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী৷ কীভাবে বোল্ড অবতারে ধরা দেন, সেই গোপন কথা শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে।
আরও পড়ুন- সপরিবারে বেড়াতে যাবেন বলে সামনেই ছুটি নিয়েছিলেন, এ কেমন ছুটি অভিষেক? লীনা গঙ্গোপাধ্যায়
অন্তর্বাস পরা যে তাঁর একেবারেই না-পসন্দ তা প্রায় সকলেরই জানা৷ অন্তর্বাস ছাড়াই প্রতিবার পাপ্পারাৎজিদের ক্যামেরায় ধরা দেন তিনি৷ উরফির ‘অস্বাভাবিক’ ফ্যাশন সেন্সই তাঁকে লাইমলাইটে এনে দিয়েছে। প্রতিবারই তিনি এমন পোশাকে ধরা দেন, যা দেখে হুঁশ ওড়ে নেটিজেনদের। উরফির রূপের ছটায় হাবুডুবু খান ১৮ থেকে ৮০। তবে উদ্ভট ফ্যাশনের জন্য ট্রোলডও হতে হয়েছে বারবার৷ তাকে অবশ্য পাত্তা দিতে নারাজ তিনি৷ কেউ কেউ আবার প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন।
উরফি নিজের মুখে জানালেন নিজের ফ্যাশন সেন্সের কথা৷ জানেন কীভাবে তাঁর মতো ফ্যাশনেবল পোশাক পাওয়া যাবে? উরফি জানিয়েছেন, কোনও নির্দিষ্ট ফ্যাশন ডিজাইনার নেই তাঁর। একই পোশাক তিনি বার বার পরেন। তবে তা নতুন ভাবে৷ আসলে পুরনো পোশাক কেটে কখনও ক্রপটপ বানিয়ে ফেলেন তিনি। কখনও আবার তৈরি করেন স্কার্ট। কখনও আবার ডাই করে একেবারে পাল্টে ফেলেন পোশাকেন রং। তবে এই বিষয়গুলি কখনই কারও চোখে ধরা দেয় না। পোশাকগুলির উপর এমন ভাবে কাঁচি চালান যে, কেউ ধরতেই পারেন না। এমনকী মিডিয়াও ধোকা খেয়ে যায়৷ কায়দা করে বার বার একই পোশাক পরেন ফ্যাশনেবল উরফি!