তালিবান সমর্থনকারী ভারতীয় মুসলিমরা বেশি ভয়ঙ্কর: নাসিরুদ্দিন

তালিবান সমর্থনকারী ভারতীয় মুসলিমরা বেশি ভয়ঙ্কর: নাসিরুদ্দিন

মুম্বই: গত ১৫ আগস্ট যখন ভারতবর্ষ নিজের স্বাধীনতা দিবস পালন করছে তখন আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবানরা। মাত্র ১০০ দিনের মধ্যে দীর্ঘ কুড়ি বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফেলে ছিল তারা। এখন সেখানে তালিবান নতুন সরকার গঠন করতে চলেছে এবং তাদের নিয়ে উচ্ছ্বসিত পাকিস্তান এবং চিন। রাশিয়াও কার্যত ইঙ্গিত দিয়ে দিয়েছে যে তারা তালিবান সরকারকে সমর্থন করবে। এমতাবস্থায় ভারতের অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ তালিবানি শাসনের প্রশংসা করেছে এবং তারা উচ্ছ্বসিত আফগানিস্তান নিয়ে। সেই ভারতীয় মুসলিমদের কড়া বার্তা দিলেন বলিউডের স্বনামধন্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি বললেন, যারা তালিবান শাসনের সমর্থন করছে তারা বেশি ভয়ঙ্কর।

আরও পড়ুন- শহরজুড়ে প্রতারণার জাল, জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশি অভিযানে গ্রেফতার ১৬

এদিন সকালে একটি ভিডিও বার্তা দেন অভিনেতা। সেই বার্তায় তিনি ভারতীয় মুসলিম যারা তালিবানকে সমর্থন করছে তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, যে তালিবানদের ফিরে আসা নিয়ে গোটা পৃথিবী এখন চিন্তিত সেই তালিবানদের নিয়ে ভারতের মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে। তারা আদতে বেশি ভয়ঙ্কর আসল তালিবানদের থেকে। এই প্রেক্ষিতে নাসিরুদ্দিনের প্রশ্ন, যে সমস্ত ভারতীয় মুসলিমরা তালিবানের প্রশংসা করছেন তারা ভেবে দেখুন যে তারা কি উন্নত আধুনিক ইসলাম চান নাকি বিগত শতকের বর্বর আদর্শ নিয়ে বাঁচতে চান। এই ভিডিও বার্তায় মির্জা গালিবের প্রসঙ্গ টানেন তিনি। বলেন, মির্জা গালিব বলেছিলেন, ‘আমার সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক ব্যক্তিগত তার জন্য রাজনৈতিক ধর্মের দরকার নেই!’ 

 

নাসিরুদ্দিনের এই ভিডিও বার্তার ব্যাপক প্রশংসা করছে নেটিজেনদের একাংশ। যদিও এমন অনেকে রয়েছেন যারা এই ভিডিওবার্তায় ইস্যুতেও কটাক্ষ করেছেন অভিনেতাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *