Aajbikel

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত কৌতুক শিল্পী সতীশ কৌশিক, ৬৬-তেই থামল জীবন

 | 
সতীশ কৌশিক

 মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউডের প্রখ্যাত পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক। বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর৷ কৌতুকশিল্পী হিসাবে দর্শকমহলে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোররাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা৷ সকালেই আসে তাঁর মৃত্যু সংবাদ। সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ জানান বিশিষ্ট বলিউড অভিনেতা অনুপম খের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে৷ 

আরও পড়ুন- প্রতারণার ফাঁদে তরুণকুমারের নাতি, ‘টাকা না দিলে নোংরা ছবি পাঠাব’,ব্ল্যাকমেল সৌরভকে


বৃহস্পতিবার সভোর ৫টা ১৬ মিনিটে টুইট করেন ‘দ্য কাশ্মীর ফাইলস‌’ খ্যাত অভিনেতা৷ তিনি লেখেন, ‘‘আমি জানি, জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। কিন্তু আমি কোনও দিন ভাবিনি যে, আমার প্রিয় বন্ধুর জন্য এমন কথা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ করেই পূর্ণছেদ। তোমার মতো বন্ধুকে হারিয়ে জীবন আর আগের মতো থাকবে না৷ ওম শান্তি।’’  জানা গিয়েছে, দিল্লিতে হাসপাতালে নিয়ে আসার পথেই হৃদরোগে আক্রান্ত হন ‘তেরে নাম’ খ্যাত পরিচালক৷


গত ৭ মার্চ, গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবে যোগ দিয়েছিলেন সতীশ৷ তার পর থেকে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয় পরিচালক-অভিনেতার। বৃহস্পতিবার ভোরেই আসে তাঁর মৃত্যু সংবাদ। সতীশ কৌশিকের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’তে উপ-প্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে দেখা যাবে সতীশকে। 


১৯৫৬ সালের ১৩ এপ্রিল হরিয়ানায় জন্ম সতীশের৷ বলিউডে পা রাখার আগে চুটিয়ে থিয়েটার করেছেন তিনি। চলচ্চিত্রে অভিনয় এবং ছবি পরিচালনার পাশাপাশি স্ক্রিনরাইটার ও প্রযোজক হিসাবেও কাজ গিয়েছেন শিল্পী৷ 


১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরেই বলিউড সফর শুরু করেছিলেন পরিচালক সতীশ কৌশিক। পরবর্তী কালে ‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেন৷ তবে সলমন খানের ‘তেরে নাম’ ছবি তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়। অভিনেতা হিসাবেও বলিউডে নিজের জায়গা পাকা করেছিলেন সতীশ কৌশিক৷ তাঁর কথা বলতে গেলেই চোখের সামনে ভেসে আসে  ‘মিস্টার ইন্ডিয়া’ ‘রাম লক্ষ্মণ’, ‘দিওয়ানা মাস্তানা’-র মতো সুপারহিট ছবিগুলির কথা। আশি ও নব্বইয়ের দশকের একাধিক ছবিতে অভিনয় করার পাশাপাশি এই জমানার ‘বাগী ৩’, ‘ছত্রিওয়ালি’র মতো ছবিতেও অভিনয় করেন সতীশ কৌশিক। মাত্র ৬৬ বছর বয়সে থেমে গেল তাঁর জীবন৷ 


 

Around The Web

Trending News

You May like