চড়-কাণ্ডের পর হতাশাগ্রস্থ, পদত্যাগ করলেন উইল স্মিথ

চড়-কাণ্ডের পর হতাশাগ্রস্থ, পদত্যাগ করলেন উইল স্মিথ

কলকাতা: স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা সহ্য করতে না একেবারে অস্কারের মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে সপাটে একটি চড় কষান অভিনেতা উইল স্মিথ। সেই ঘটনায় এখন কার্যত উত্তাল সিনে জগত। চড় মারার কিছুক্ষণের মধ্যেই ‘কিং রিচার্ড’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান উইল। কিন্তু তার থেকেই বেশি চর্চা চলছে তাঁর চড় নিয়ে। পর সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চান স্মিথ, ক্রিস রকও জানান যে তিনি উইলের বিরুদ্ধে কোনও মামলা করবেন না। কিন্তু বিষয়টি এখানে থেমে নেই। এবার পদত্যাগ করলেন উইল স্মিথ।

আরও পড়ুন- পুরনো কাপড় কেটে নতুন স্টাইল? কী ভাবে? উরফির ফ্যাশন সিক্রেটে হতবাক নেটিজেনরা

হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করলেন এই অভিনেতা। বুধবার অ্যাকাডেমির তরফে একটি বিবৃতি জারি করা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে। উইলের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ, প্রকাশ্যে হুমকি এবং অ্যাকাডেমির ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ উঠেছে। কিন্তু তারা কোনও পদক্ষেপ নেওয়ার আগেই সিদ্ধান্ত নিয়ে নিলেন উইল। তিনি জানিয়েছেন, অস্কারের মঞ্চে যা ঘটেছে, তা ক্ষমার অযোগ্য। অ্যাকাডেমি এর পরে যা সিদ্ধান্ত নেবে, তা মাথা পেতে নেবেন তিনি। জানা গিয়েছে, আগামী ১৮ এপ্রিল অ্যাকাডেমির বোর্ডের বৈঠক। সেই বৈঠকেই উইলের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা।

চিরাচরিত ঢঙে সেদিন অস্কারের মঞ্চে রসিকতা করছিলেন সঞ্চালক ক্রিস৷ এরই মধ্যে স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করে বসেন তিনি। সঞ্চালনার ফাঁকে ক্রিস বলেন, “আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি।” সেই সময় দর্শকাসনে একেবারে সামনের সারিতে সবুজ গাউনে বসেছিলেন জাডা৷ ক্রিসের ওই মন্তব্য শুনে দৃশ্যতই অসন্তুষ্ট হন তিনি। তাঁর মুখভঙ্গিতে তা স্পষ্ট ধরা পড়ে৷  এর পরেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান স্মিথ। সোজা মঞ্চে উঠে কোনও বাক্যব্যয় ছাড়াই সপাটে ক্রিসের বাঁ-গালে একটি চড় কষান। আসলে জাডার মাথার চুল একটি রোগের কারণে পড়ে গিয়েছে। আর যে ছবি উল্লেখ করা হয়েছিল সেই ছবির নায়িকাও ন্যাড়া ছিলেন। তাই এই রসিকতা হয়তো মানতে পারেননি জাডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 18 =