Aajbikel

ফের ফিরছেন ছোট পর্দায়, এবার সাধক রামপ্রসাদের চরিত্রে সব্যসাচী, স্ত্রীর চরিত্রে কে?

 | 
সব্যসাচী

কলকাতা: ঐন্দ্রিলা চলে যাওয়ার পর থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন সব্যসাচী চৌধুরী৷ সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা৷ ফলে তিনি কেমন আছেন, কী করছেন, কোনও খবরই ছিল না ভক্তদের কাছে৷ তবে বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন সব্য৷ ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন পর্দার বামা। শেষ বার ছোট পর্দায় তাঁকে দেখা গিয়েছিল ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে সাধক বামাখ্যাপার চরিত্রে। এ বার তিনি ধরা দেবেন সাধক রামপ্রসাদ হয়ে৷ ইতিমধ্যেই সুরিন্দর ফিল্মসের সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছে। কিন্তু এই সিরিয়ালে সব্যসাচীর বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে? কানাঘুষো, এই সিরিয়ালে সব্যাসাচীর বিপরীতে দেখা যাবে সুস্মিলি আচার্যকে। এর আগে ‘সৌদামিনীর সংসার’ এবং ‘রানি রাসমণি— উত্তর পর্ব’-তে দেখা গিয়েছিল তাঁকে। 

আরও পড়ুন- সিরিয়ালের সেটে হঠাৎ অসুস্থ, প্রয়াত অঞ্জন চৌধুরীর পুত্র সন্দীপ

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি সিরিয়ালের প্রোমো শুট করা হয়ে গিয়েছে। আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে শুটিং-এর কাজ। এ বিষয়ে অবশ্য সুস্মিলি কিছু জানাতে চাননি৷ এর আগে বামাখ্যাপার চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা কুড়িয়েছিলেন সব্যসাচী। ফের এক বার ভক্তিমূলক সিরিয়ালেই ফিরছেন তিনি।

Around The Web

Trending News

You May like