Aajbikel

সঙ্গে ১৮ লক্ষের ঘড়ির খাপ! বিমানবন্দরে আটক 'কিং খান'

 | 
শাহরুখ

মুম্বই: দুবাই থেকে ফেরার পর মুম্বই বিমানবন্দরে আটক হতে হল বলিউড বাদশা শাহরুখ খানকে। তাঁকে আটক করে শুল্ক দফতর। জানা গিয়েছে, তাঁর কাছে ১৮ লক্ষ টাকার ঘড়ির খাপ ছিল। সেই কারণেই তাঁকে আটক করা হয়। কিং খানের সঙ্গে তাঁর ম্যানেজার পূজা দাদলানি সহ বডিগার্ড ও টিমের অন্যান্য সদস্যদেরও বিমানবন্দরে আটকানো হয় বলে সূত্রের খবর। তবে এক ঘণ্টার মধ্যে নিয়ম অনুসারে সব কাজ সেরে সেখান থেকে বেরতে সক্ষম হন শাহরুখ। জানা গিয়েছে, শুল্ক দফতরকে ৬ লক্ষের কিছু বেশি টাকা দিতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন- হঠাৎ করে অবস্থার অবনতি, ঐন্দ্রিলার সংক্রমণ নিয়ে চিন্তায় চিকিৎসকরা

সূত্র মারফৎ জানা গিয়েছে, বহুমূল্য সামগ্রী থাকার কারণেই এদিন শাহরুখ খানকে আটক করা হয়েছিল। বিমানবন্দর সূত্রের খবর, আটক হওয়ার পর নিয়ম অনুসারে সব কাজ করেন তিনি এবং শুল্ক আধিকারিকদের সঙ্গে সহায়তাও করেন। ৬ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়ার পর তাঁকে ছাড়া হয় বলে জানা গিয়েছে। সম্প্রতি ‘শারজাহ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ২০২২’-এ যোগ দান করেছিলেন তিনি। এই অনুষ্ঠানে বিশেষ সম্মানে সম্নানিত হন অভিনেতা। চলচ্চিত্র ও সংস্কৃতির আন্তর্জাতিক আইকন হিসেবে অবদানের জন্য গ্লোবাল আইকন অফ সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে।

Around The Web

Trending News

You May like