সুর সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী, উপস্থিত অগণিত মানুষ

সুর সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী, উপস্থিত অগণিত মানুষ

কলকাতা:  সুরলোকে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর৷ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক ইন্দ্রনীল সেন, মদন মিত্র সহ আরও অনেকে৷ আজ বিকেল ৫টা পর্যন্ত গায়িকার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর অনুরাগীরা৷ রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ লতা মঙ্গেশকরের মৃত্যুতে আজ অর্ধদিবস ছুটিও ঘোষণা করেছে রাজ্য সরকার৷ পাশাপাশি আগামী ১৫ দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বাজবে লতার গান৷ 

আরও পড়ুন- ‘উনি থুথু ছেটাননি তো?’ লতার শেষশয্যায় শাহরুখের ‘দুয়া’য় প্রশ্ন BJP নেতার

আজ সকাল থেকেই রবীন্দ্র সদনে বহু মানুষ সুর সম্রাজ্ঞীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান৷ রাজ্য সরকারের তরফে সবরকম বন্দ্যোবস্ত করা হয়েছে৷ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে৷ সাধারণ মানুষ যাতে সুষ্ঠভাবে মাল্যদান করতে পারেন, তা নিশ্চিত করতেই এই বন্দোবস্ত৷ আজ দুপুরে কলকাতা পুলিশ কমিশনার আসার পরেই রবীন্দ্র সদনে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের নেতামন্ত্রীদের পাশাপাশি উপস্থিত শিল্পীদের সঙ্গেও কথা বলেন তিনি৷ 

রবিবার সকালে সকলকে কাঁদিয়ে চির বিদায় নেন ‘জীবন্ত সরস্বতী’। গত ১১ জানুয়ারি কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নবতিপর শিল্পী৷ কিছুদিনের মধ্যে কোভিড মুক্ত হলেও ঘিরে ধরেছিল বার্ধক্যজমিত রোগ৷ ছিল নিউমোনিয়া সংক্রমণ৷ সেই কারণেই শিল্পীকে রাখা হয়েছিল আইসিইউয়ে। তিন সপ্তাহের লড়াই থেকে যায় রবিবার সকালে৷  

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইনদৌরে এক সঙ্গীত পরিবারে জন্ম হয় লতার৷ তাঁর বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি সঙ্গীত জগতের ধ্রুপদী শিল্পী। বাবার থেকেই প্রথম তালিম তাঁর। মাত্র ১৩ বছর বয়সে প্রথম গান রেকর্ড করেন লতা৷ যদিও সেই গানটি পরবর্তী সময়ে ছবি থেকে বাদ পড়েছিল। গানের জন্যেই ১৯৪৫ সালে মুম্বইয়ে পাড়ি দেন কিংবদন্তি শিল্পী৷ এর পর আর পিছু ফিরে তাকাতে হয়নি। 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =