‘উনি থুথু ছেটাননি তো?’ লতার শেষশয্যায় শাহরুখের ‘দুয়া’য় প্রশ্ন BJP নেতার

‘উনি থুথু ছেটাননি তো?’ লতার শেষশয্যায় শাহরুখের ‘দুয়া’য় প্রশ্ন BJP নেতার

মুম্বই: সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানতে এসে শাহরুখ খানের ‘দুয়া’র ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল৷ বহু মানুষ এই ছবি প্রশংসায় ভরিয়েছেন৷ অনেকেই বলেছেন, এটাই আসল ভারত৷ যেখানে সব ধর্ম, সব বর্ণ মিলেমিশে একাকার৷ তবে এই ছবি ঘিরে দানা বাঁধল বিতর্কও৷ এক বিজেপি নেতা প্রকাশ্যেই প্রশ্ন তুললেন, প্রার্থনার নামে কংবদন্তী গায়িকাকে অসম্মান করেননি তো শাহরুখ? তাঁর ঘোরতর সন্দেহ, সুর সম্রাজ্ঞীর শেষশয্যার সামনে থুতু ছিটিয়েছেন অভিনেতা!

আরও পড়ুন- সুর সম্রাজ্ঞীর শেষকৃত্যে হাজির শাহরুখ, শচীন, পৌঁছলেন মোদী

লতা মঙ্গেশকরের শেষশয্যায় শাহরুখের দুয়ার ছবিটি রবিবার বিকেল থেকেই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে। ওই ছবিতে সুর সম্রাজ্ঞীর মরদেহ দেখা না গেলেও শাহরুখ খানকে দেখা যায় তিনি তাঁর ধর্মীয় রীতি মেনে ‘দুয়া’ বা প্রার্থনা করছেন। সেই সঙ্গে দেখা যায় শাহরুখের পাশেই দু’হাত জোর করে শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি। পাশাপাশি দাঁড়িয়ে দুই ধর্মীয় রীতিতে শ্রদ্ধা জানানোর সেই ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই শাহরুখের প্রার্থনা জানানোর ছবি দেখে প্রশংসা করেছেন৷ কিন্তু ছবি ভাইরাল হতেই বিতর্ক উস্কে দিলেন  বিজেপি নেতা অরুণ যাদব৷ শাহরুখের প্রার্থনার ছবি পোস্ট করে টুইটে তাঁর প্রশ্ন, ‘উনি কি থুথু ছেটালেন?’  

টুইটারে অরুণ যাদবের ‘ভেরিফায়েড অ্যাকাউন্ট’ রয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে, তিনি হরিয়ানায় রাজ্য বিজেপি-র ভারপ্রাপ্ত নেতা। তিনি টুইট করার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য ধেয়ে আসে৷ অনেকেই শাহরুখ বিরোধী মন্তব্য করে বসেন৷ কেউ কেউ তো আবার বলেই বসলেন, লতাকে শ্রদ্ধা জানানোর নামে অসম্মান করেছেন শাহরুখ খান৷ তবে এই ছবি বা ভিডিয়ো নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি বলিউড তারকা৷ 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =