কেমন আছেন মাধবী? হিমোগ্লোবিন নিয়ে চিন্তায় চিকিৎসকরা

কেমন আছেন মাধবী? হিমোগ্লোবিন নিয়ে চিন্তায় চিকিৎসকরা

কলকাতা: শুক্রবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়৷ দ্রুত তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। এখন জানা গেল তাঁর হিমোগ্লোবিনের মাত্রা নিয়ে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। কারণ সেই মাত্রা তাঁর কমে গিয়েছে স্বাভাবিকের থেকে। যদিও আপাতত তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলেই অবগত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- গুটি গুটি পায়ে হাঁটছে জেহ! সইফ-করিনার ছোট পুত্রকে দেখে আপ্লুত অনুরাগীরা

আরও জানান হয়েছে, ইতিমধ্যেই তাঁর জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এই দলে যে চিকিৎসকরা রয়েছেন তারা সময়ে সময়ে অভিনেত্রীর ওপর নজর রাখছেন, তাঁকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু শারীরিক পরীক্ষা হয়েছে তাঁর। তারাই জানিয়েছেন, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় দেহের নানান অঙ্গে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে মাধবীর। আসলে অনেক দিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন মাধবী। সেইসঙ্গে রক্তে শর্করার মাত্রাও বেশি রয়েছে তাঁর। পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যাও আছে অভিনেত্রীর। শুক্রবার সকালে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি৷ তাই সময় নষ্ট না করে তাঁকে হাসপাতালে ভর্তি করায় পরিবার।

অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছিল, বেশ কিছুদিন ধরেই তাঁর শরীরটা ভালো যাচ্ছিল না, তাই তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ কিন্তু এখন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাঁর হিমোগ্লোবিনের সমস্যা হচ্ছে। পরিবার থেকে শুরু করে অনুরাগী সকলের এখন প্রার্থনা, দ্রুত শারীরিক দুর্বলতা কাটিয়ে তিনি বাড়ি ফিরে আসবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *