ললিত মোদী এবং সুস্মিতা সেন বিবাহিত? টুইটে তোলপাড় নেটদুনিয়া

ললিত মোদী এবং সুস্মিতা সেন বিবাহিত? টুইটে তোলপাড় নেটদুনিয়া

নয়াদিল্লি: আচমকা এক টুইট এবং তাতেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। বিয়ে করেছেন ললিত মোদী এবং সুস্মিতা সেন? এই প্রশ্ন এখন সকলের মনে। কারণ এমন একটি টুইট করে এমন কিছু কথা লিখেছেন মোদী নিজে, তাতেই শোরগোল। যদিও আসল বিষয়টা নিজেই স্পষ্ট করে দিয়েছেন পরে। সেই টুইট এবং ছবিও ভাইরাল। এমন কি তাহলে হল দুজনের মধ্যে?

আরও পড়ুন- আইনজীবীদের জীবনে দৃষ্টিপাত, ‘উইটনেস’ অনেক কথা বলবে

দুনিয়া তাঁকে আইপিএল-এর প্রতিষ্ঠাতা হিসেবেই চেনে। তাঁর টুইটার প্রোফাইলের ‘কভার’ ছবিতে এটাই লেখা। সেই ললিত মোদীর সঙ্গে বলিউড সুন্দরী, অভিনেত্রী সুস্মিতা সেনের ছবি ঘিরেই কৌতূহল। ললিত মোদী এমন কথা লিখেছেন যে সকলেই অবাক। এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো ঘোষণা। মোদী লিখেছেন, ”পরিবারের সঙ্গে সবে মাত্র দারুণ সুন্দর বিশ্বভ্রমণ করে লন্ডন এলাম। আমার বেটার-হাফ সুস্মিতার কথা না বললেই নয়। এক নতুন জীবনের নতুন শুরু। যেন চাঁদে আছি!” এই টুইটেই শোরগোল পড়ে গিয়েছে।

যদিও এই টুইট করার কিছু পরেই তিনি আরও একটি টুইট করে লেখেন, ”স্পষ্ট করে বলতে চাই, বিয়ে করিনি, শুধু একে অপরকে ডেট করছি। যদিও বিয়েটাও একদিন হবে।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =