মুম্বই: কৃষ্ণকুমার কুনাথ, সকলের অন্যতম প্রিয় গায়ক কেকে আর নেই। কলকাতায় অনুষ্ঠান করতে এসে প্রয়াত হয়েছেন তিনি। মঙ্গলবার শো শেষ করার পরেই অসুস্থ বোধ করেন গায়ক, হোটেল থেকে হাসপাতাল নিয়ে যাওয়ার পরেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গতকালই কলকাতা থেকে মুম্বই চলে আসে তাঁর নশ্বর দেহ। আজ ভারসোভার পার্ক প্লাজায় তাঁর বাড়িতে কিছুক্ষণ থাকে কেকে’র মরদেহ, সেখানে আসেন ভক্তকূল, সহকর্মীরা। তারপর মুক্তিধাম শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। অসময়ে চলে গেলেন তিনি, রয়ে গেল তাঁর অগণিত হিট গান, সুর যা সকলের মুখে মুখে ফিরবে। কিন্তু অনেক কিছু করা বাকি রয়ে গেল কেকে’র। ভেবেও রেখেছিলেন তিনি সেইসব।
আরও পড়ুন- ছিলেন ব্যান্ডের লিড সিঙ্গার-ড্রামার, পেটের দায়ে সাধের টাইপরাইটার বিক্রি করেছিলে কেকে
সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রের খবর, তাঁর অন্যতম হিট গান ‘পল’, ‘খুদা জানে’ নতুন করে রেকর্ডের ভাবনা ছিল কেকে’র। একই সঙ্গে অন্যান্য হিট গানগুলির অ্যাকোস্টিক সংস্করণগুলি প্রকাশ করার ইচ্ছাও নাকি ছিল তাঁর। এইভাবে তিনি তাঁর পুরনো গানগুলিকে নতুন রূপে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। কিন্তু তা আর সম্ভব হল না। তবে তাঁর ভক্তরা যে এই গান গুলিকে আজীবন নতুনের মতো করেই রেখে দেবে নিজের মনের মণিকোঠায় তা বলাই বাহুল্য। এদিন কেকে’র বাড়িতে তাঁকে শেষ বার দেখতে ভক্তদের ভিড় হয়েছিল। এসেছিলেন তাঁর সহকর্মী, বন্ধুরা। দেখা গিয়েছে বলিউডের সঙ্গীতজগতের বিশিষ্টদের। কেকে’কে দেখতে এসেছিলেন শ্রেয়া ঘোষাল, অভিজিৎ ভট্টাচার্য, সেলিম মার্চেন্ট, হরিহারান, জাভেদ আখতার, অনুপ জালোটা, অলকা ইয়াগ্নিক, উদিত নারায়ণ, রাহুল বৈদ্য, জাভেদ আলি, শিল্পা রাও সহ প্রমুখরা।
জানা গিয়েছে, কেকে’র বাম দিকের ধমনীতে ৭০ শতাংশ ব্লকেজ ছিল। অতিরিক্ত উত্তেজনার কারণে সেই ব্লকেজ আচমকাই বেড়ে যায় এবং বন্ধ হয়ে যায় রক্ত চলাচল৷ যার পরিণতি কার্ডিয়াক অ্যা্টাক৷ কলকাতায় আসার পর শারীরিক অসুস্থতার কথা ফোন করে স্ত্রীকে জানিয়েছিলেন কেকে।