চলছে শেষকৃত্যের প্রস্তুতি, কেকে’কে ছাড়তে চায় না অনুরাগীরা

চলছে শেষকৃত্যের প্রস্তুতি, কেকে’কে ছাড়তে চায় না অনুরাগীরা

মুম্বই: কলকাতায় শো করতে এসে প্রয়াত হয়েছেন তিনি। কল্কাতাবাসী তো এখন হয়তো অনুশোচনায় ভুগছে, তবে কেকে’র ভক্তকূল অস্থির। তারা কিছুতেই মানতে পারছে না যে এই ঘটনা সত্যি। কিন্তু মেনে নেওয়া ছাড়া তো কোনও উপায় নেই। গতকালই কলকাতা থেকে গায়কের মরদেহ চলে গিয়েছে মুম্বইতে। আজ ভারসোভাতে নিজের বাড়িতে কিছুক্ষ্ণ ছিলেন কেকে, তারপর মুক্তিধাম শ্মশানে চলে যায় তাঁর নশ্বর দেহ।

আরও পড়ুন- ছিলেন ব্যান্ডের লিড সিঙ্গার-ড্রামার, পেটের দায়ে সাধের টাইপরাইটার বিক্রি করেছিলে কেকে

এদিন কেকে’র বাড়িতে তাঁকে শেষ বার দেখতে ভক্তদের ভিড় হয়েছিলে। এসেছিলেন তাঁর সহকর্মী, বন্ধুরা। দেখা গিয়েছে বলিউডের সঙ্গীতজগতের বিশিষ্টদের। কেকে’কে দেখতে এসেছিলেন শ্রেয়া ঘোষাল, অভিজিৎ ভট্টাচার্য, সেলিম মার্চেন্ট, হরিহারান, জাভেদ আখতার, অনুপ জালোটা, অলকা ইয়াগ্নিক, উদিত নারায়ণ, রাহুল বৈদ্য, জাভেদ আলি, শিল্পা রাও সহ প্রমুখরা। মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে শেষ অনুষ্ঠান করার পর অসুস্থ কেকে’র মৃত্যু হয়। হোটেলে ফেরার পরেই তিনি সোফা থেকে পড়ে যান। পড়ে হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

জানা গিয়েছে, কেকে’র বাম দিকের ধমনীতে ৭০ শতাংশ ব্লকেজ ছিল। অতিরিক্ত উত্তেজনার কারণে সেই ব্লকেজ আচমকাই বেড়ে যায় এবং বন্ধ হয়ে যায় রক্ত চলাচল৷ যার পরিণতি কার্ডিয়াক অ্যা্টাক৷ কলকাতায় আসার পর শারীরিক অসুস্থতার কথা ফোন করে স্ত্রীকে জানিয়েছিলেন কেকে। কিন্তু তিনি ছিলেন পুরোদস্তুর পেশাদার৷ তাই শত কষ্ট সত্ত্বেও নিজের ‘কমিটমেন্ট’ থেকে সরে আসেননি। দুটি লাইভ পারফরম্যািন্স করার মাঝে এমনকী দীর্ঘদিনের ছায়াসঙ্গী ম্যাানেজার হিতেশ ভাটকেও ঘুণাক্ষরে তাঁর অসুস্থতার কথা বুঝতে দেননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *