নিউ ইয়র্ক: শরীরে বসানো রয়েছে পেসমেকার৷ দুর্ঘটনায় পুড়ে গিয়েছিল মুখের এক অংশ। জীবনের সঙ্গে চলেছে চরম লড়াই৷ এর পরেও স্বপ্ন পূরণের তাগিদে দুর্দমনীয় মনোভাব নিয়ে যে এ ভাবে ঘুরে দাঁড়ানো যায়, তার প্রকৃষ্ট উদাহরণ শ্রী সাইনি৷ ৭০তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ফার্স্ট রানার আপ বা দ্বিতীয় স্থানাধিকারী তিনি৷ সেরার শিরোপা তাঁর মাথায় ওঠেনি ঠিকই৷ কিন্তু, তাঁর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে বিশ্ববাসী৷
আরও পড়ুন- মিস ওয়ার্ল্ডের মুকুট উঠল পোল্যান্ডের ক্যারোলিনার মাথায়, একাদশে ভারতীয় সুন্দরী
৭০তম আন্তর্জাতিক বিশ্ব সুন্দরী মিস ওয়ার্ল্ড ২০২১ এর শিরোপা উঠেছে পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কার মাথায়৷ দ্বিতীয় হন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাসিন্দা শ্রী সাইনি৷ প্রতিযোগিতার শেষ পর্বে সঞ্চালিকা যখন প্রথম রানার আপ সাইনির নাম ঘোষণা করেন, তখন আর চোখের জল ধরে রাখতে পারেননি সাইনি৷ চোখের সামনে ভেসে উঠেছিল ছোট থেকে তাঁর লড়াই৷ যে মেয়েকে ডাক্তার এক সময় জবাব দিয়ে দিয়েছিল, তাঁর দিকেই কিনা তাকিয়ে ছিল গোটা বিশ্ব৷ তাঁর মাথায় উঠল দ্বিতীয় সেরার মুকুট৷
Our newly crowned Miss World Karolina Bielawska from Poland with 1st Runner Up Shree Saini from United States 2nd Runner up Olivia Yace from Côte d’Ivoire#missworld pic.twitter.com/FFskxtk0KO
— Miss World (@MissWorldLtd) March 17, 2022
শ্রী সাইনির জীবন কিন্তু ফুলের পাপড়ির উপর সাজানো ছিল না৷ বরং তাঁর পথ ছিল কাঁটায় ভরা৷ শ্রী’র বয়স তখন মাত্র ৫৷ বাবা মায়ের হাত ধরে পঞ্জাব থেকে পাড়ি দিয়েছিলেন ওয়াশিংটনে৷ মাত্র ১২ বছর বয়সেই জীবনে নেমে আসে এক দুঃস্বপ্ন৷ হৃদরোগে আক্রান্ত হন শ্রী৷ ওই বয়সেই বসাতে হয় পেসমেকার৷ শুরু হয় নতুন করে লড়াই৷ এখানেই শেষ ছিল না৷ এর পর এক দুর্ঘটনায় পুড়ে যায় তাঁর মুখের একাংশ৷ পরে চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন৷
জীবন তাঁকে একের পর এক ধাক্কা দেওয়ার পরেও ভেঙে পড়েননি শ্রী৷ বরং বুকের ভিতরে স্বপ্নগুলোকে সযত্নে আগলে রেখেছেন৷ নিজেকে তৈরি করেছেন৷ পুয়ের্তো রিকোর ইভেন্টের পর নিজের ভবিষ্যতের চিন্তায় মশগুল শ্রী৷ বিশ্বের সেরা মডেল হতে চান তিনি৷ সেই পথেই এক ধাপ এগিয়ে দিল মিস ওয়ার্ল্ড ২০২১ প্রতিযেগিতা৷
মিস ওয়ার্ল্ড বিউটি পেজেন্টের আগে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন শ্রী সাইনি৷ যেখানে তাঁকে দেখা যায় বিশ্ব সুন্দরীর পোশাকে৷ মাথায় ক্রাউন৷ ছবির ক্যাপশনে ভারতীয় বংশোদ্ভূত সুন্দরী লেখেন, ‘‘মিস ওয়ার্ল্ড শুরু! তখন আমার বয়স মাত্র ৬, আমি মিস ওয়ার্ল্ডের পোশাক পরেছিলাম৷ কারণ আমি মিস ওয়ার্ল্ডকে সুপারহিরো হিসাবে দেখেছি। একজন মহিলা যিনি তার প্রেমময় হৃদয় দিয়ে সেবা করেন৷’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>