কলকাতা: আন্তর্জাতিক বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড ২০২১ এর শিরোপা উঠল পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কার মাথায়৷ ৯৬টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে ৭০তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে নিলেন বিলাস্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাসিন্দা শ্রী সাইনি৷ অন্যদিকে, আন্তর্জাতিক বিউটি পেজেন্টে ভারতের মানসা শেষ করলেন ১১ নম্বর স্থানে৷ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মানসা বারাণসী৷ খেতাব জিততে না পারলেও সেরা ১৬ সুন্দরীর মধ্যে জায়গা করে নেন তিনি৷ প্রতিযোগিতার তৃতীয় স্থান দখল করেন পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের সুন্দরী অলিভিয়া ইয়াস।
আরও পড়ুন- ‘বিয়ের পরেই পরকীয়া জড়ায় কেন ও?’ শ্রাবন্তীকে খোঁচা ‘সঙ্গমে অক্ষম’ রোশনের
বুধবার রাতে ৭০তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আসর বসেছিল পুয়ের্তো রিকোর সান জুয়ানের কোকা–কোলা মিউজিক হলে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মেক্সিকো, উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে সৌন্দর্য ও প্রতিভার জোড়ে মিস ওয়ার্ল্ড খেতাব ছিনিয়ে নেন ক্যারোলিনা। অনুষ্ঠানের শেষে ক্যারোলিনার মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ওয়ার্ল্ড জ্যামাইকার টনি অ্যান সিং।
Missworld.com এর তথ্য অনুযায়ী, ক্যারোলিনা ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর করছেন। ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছে রয়েছে তাঁর৷ পড়াশোনার পাশাপাশি মডেল হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করার কাজ চালিয়ে যেতে চান। ভবিষ্যতে টিভি সঞ্চালিকা ও মোটিভেশনাল স্পিকার হওয়ার স্বপ্ন তাঁর দু’চোখ জুড়ে৷ ভালোবাসেন বেড়াতে যেতে৷ পাশাপাশি সাঁতার কাটা ও সমুদ্রের তলায় স্কুবা ডাইভিং রয়েছে তাঁর পছন্দের তালিকায়৷ ওয়েবসাইট থেকে আরও জানা গিয়েছে, ক্যারোলিনা দীর্ঘ দিন ধরেই স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে যুক্ত। গৃহহীন সঙ্কটাপন্ন মানুষদের সাহায্যের পাশাপাশি তাঁদের সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার কাজ করে চলেছেন নিপুন ভাবে৷ সামাজিক বর্জনের বিরুদ্ধে লড়াই করে চলেছে তাঁর বিউটি উইথ এ পারপাস প্রোজেক্ট ‘জুপা না পিট্রিনি’।
মিস ওয়ার্ল্ড ২০২১ সালের খেতাব জেতার পর ক্যারোলিনা বলেন, ‘‘আমার নাম ঘোষণা হতেই আমি হতচকিত হয়ে যাই৷ আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, এটা সত্যি। মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে খুবই সম্মানিত বোধ করছি এবং কাজে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। পুয়ের্তো রিকোর এই ইভেন্ট আমি আজীবন মনে রাখব৷ এটা আমার জীবনের এক অভূতপূর্ব অধ্যায়।’’
অন্যদিকে, মিস ওয়ার্ল্ডের মঞ্চে অংশ নেওয়া ভারতের প্রতিযোগী মানসা তেলঙ্গানার ইঞ্জিনিয়ার৷ ইনস্টাগ্রামে তাঁর সম্পর্কে লেখা হয়েছে, ‘‘আপনি হয়ত মকুট জিততে পারেননি৷ কিন্তু, আপনি লক্ষ লক্ষ মানুষের মন জিতে নিয়েছেন। আপনি আমাদের দেশের প্রতিনিধিত্ব করে আমাদেরকে অত্যন্ত গর্বিত করেছেন৷ আপনাকে দেশে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি।’
মনসা বারাণসীর জন্ম হায়দরাবাদে৷ বাবার কর্মসূত্রে খুব অল্প বয়সেই মালয়েশিয়ায় চলে যান তিনি৷ গ্লোবাল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর তিনি দেশে আসেন৷ এখানে ভাসাভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং হায়দরাবাদ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ ডিসেম্বর হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে মিস ওয়ার্ল্ড পেজেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মানসা সহ ১৬ জন প্রতিযোগী করোনায় আক্রান্ত হওয়ায় ফাইনাল স্থগিত করে দেওয়া হয়৷ মোট ১০০টি দেশে মিস ওয়ার্ল্ডের ইভেন্ট সম্প্রচার করা হয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>