Aajbikel

নিজে চ্যালেঞ্জ পূরণ করতেই রণবীরকে চ্যালেঞ্জ ছুড়লেন দীপিকা, কী করলেন নায়িকা?

 | 
দীপিকা

 মুম্বই:  সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই তৎপর বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন৷ সুযোগ পেলেই ভক্তদের সঙ্গে নানা ছোটখাটো মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে নেন তিনি৷ বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যকাউন্ট থেকে অনুরাগীদের জন্য একটি রিল শেয়ার করেন ‘পিকু’৷ সেখানে 'সকস-ওয়্যার চ্যালেঞ্জ' নিতে দেখা যায় দীপিকাকে৷ সেই চ্যালেঞ্জ পূরণও করেন তিনি৷ তবে এখানেই ক্ষান্ত হননি৷ এর পর সেই চ্যালেঞ্জ তিনি ছুড়ে দেন স্বামী রণবীর সিং-এর দিকে৷ ভাবছেন তো এই চ্যালেঞ্জ আবার কেমন? দীপিকা নিজেই ভিডিয়োতে সেই ব্যাখ্যা করেছেন।

আরও পড়ুন- না ফেরার দেশে এই জনপ্রিয় অভিনেত্রী, স্তম্ভিত টলিপাড়া


দীপিকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে চ্যালেঞ্জের ভিডিয়োটি শেয়ার করেছেন, তা বেশ মজাদার৷ সেখানে দেখা যায় দীপিকা ৩০ সেকেন্ডের মধ্যে এক পায়ে সর্বোচ্চ সংখ্যক মোজা পরার চ্যালেঞ্জ নিচ্ছেন৷ এর পর সময় শুরু হতেই একের পর এক মোজা পায়ে গলাতে শুরু করেন অভিনেত্রী৷ ঝড়ের গতিতে ৩০ সেকেন্ডের মধ্যে ৯টি মোজা পরে ফেলেন৷ যিনি দীপিকার এই  ‘সকস চ্যালেঞ্জে’র ভিডিয়োটি করছিলেন, তিনি মৃদু হেসে বলে বসেন,  ‘‘আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এর আগেও এমনটা করেছেন।’’ 


দীপিকার সকস চ্যালেঞ্জের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ আর তা বেশ ভালোই উপভোগ করেছেন তাঁর ভক্তরা৷ এখন তাঁরা মুখিয়ে রয়েছেন রণবীর কী করেন তা  দেখার জন্য৷ নেটপাড়ার এক ইউজার লিখেছেন, 'আপনি যাই করুন না কেন, সবকিছু দুর্দান্ত৷’ অপর এক ইউজার লিখেছেন, ‘রণবীর আপনাকে পিছনে ফেলে দেবে, কারণ তাঁর শক্তি অনেক বেশি৷’


প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ সোশ্যাল মিডিয়ায় সে ভাবে অ্যাকটিভ ছিলেন না অভিনেত্রী৷ তাঁর শেষ কয়েকটি পোস্ট ছিল ‘অ্যাডিডাস’-এর প্রচারভিত্তিক৷ এই ‘সকস চ্যালেঞ্জ’টিও তারই একটি অঙ্গ বলে মনে করা হচ্ছে৷ 


এদিকে, বড় পর্দায় দীপিকাকে শেষ দেখা গিয়েছে শকুন বাত্রার ‘গেহরাইয়া’ ছবিতে৷ আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’৷ ওই ছবিতে শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন ভাগ করে নিয়ে দেখা যাবে ‘মস্তানি’কে৷ এর পাশাপাশি নাগ অশ্বিনের পরবর্তী ছবিতে প্রভাস এবং অমিতাভ বচ্চনের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। অমিতাভ বচ্চনের সঙ্গে  দ্য ইন্টার্নের ভারতীয় সংস্করণে অভিনয় করতে চলেছেন। ২০২১ সালে,  তাঁর দ্বিতীয় হলিউড ছবির কথাও ঘোষণা করেছেন অভিনেত্রী৷ সেটি হল 'ক্রস কালচারাল রোমান্টিক কমেডি'।

Around The Web

Trending News

You May like