কলকাতা: টলিউডে আবার খারাপ খবর। প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। এই খবর টলিপাড়া প্রথমে বিশ্বাস করতেই পারেনি। কিন্তু একে একে একাধিক জনের ফেসবুক পোস্ট দেখার পর মানতে বাধ্য হয়েছে। জানা গিয়েছে, কিছু সময় ধরেই ফুসফুসে সংক্রমণ নিয়ে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু জীবন যুদ্ধে হেরেই গেলেন তিনি। শুক্রবার সকালে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিনেত্রী শ্রুতি দাস, ফেসবুক পোস্টে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
আরও পড়ুন- ‘বাবা ভেন্টিলেটরেই আছেন’, ‘ভুয়ো’ খবর নিয়ে প্রতিক্রিয়া রাজুর কন্যার
দীর্ঘ দিন ধরেই বহু ছবি এবং ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করে গিয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়। ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ তিনি। তিথির অতিথি’, ‘গাঁটছড়া’-সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীর প্রয়াণে দুঃখপ্রকাশ করে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ”ওপারে ভালো থেকো অনন্যাদি।” অন্যদিকে, অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, ”ভাল মানুষ বেশিদিন থাকে না এই দুনিয়ায়। আবারও তুমি প্রমাণ করে দিলে। তোমার পরামর্শ মাথায় রেখে লড়াই করে যাব।”
সম্প্রতি তিনি ধারাবাহিকে কাজ করছিলেন। কিন্তু আচমকা এই মৃত্যুর খবরে সকলেই স্তম্ভিত। কেউই বিশ্বাস করতে পারছেন না যে তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। টলিপাড়ার কাছে এই খবর যে ভীষণই অপ্রত্যাশিত, তা বলাই বাহুল্য।