কলকাতা: মা হারা হলেন অভিনেত্রী দেবশ্রী রায়। মঙ্গলবার প্রয়াত হলেন আরতি রায়, যার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বিগত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। শেষে তাঁকে বাঁচানো সম্ভব হল না। মায়ের মৃত্যুতে শোকাহত দেবশ্রী জানিয়েছেন, মা মারা যাওয়ার সময় পাশে পেয়েছেন তিন মেয়েকেই। মনে শান্তি নিয়েই না ফেরার দেশে তিনি।
আরও পড়ুন- ২০১৭ টেটের মেধা তালিকা বিকৃত করেছে পর্ষদ! হাইকোর্টে রুজু মামলা, জরুরি ভিত্তিতে শুনানি
মঙ্গলবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন আরতি দেবী। পরিবার সূত্রে জানা গিয়েছে, শেষ কয়েকমাস ধরে দেবশ্রীর দিদির কাছেই ছিলেন তিনি। এক বাংলা সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, তিনি বুঝতেই পারলেন না মা কখন চলে গেলেন। মায়ের জন্যই তাঁর অভিনেত্রী হওয়া। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া বিশেষ কোনও রোগও ছিল না বলে জানিয়েছেন তিনি।। তবে শেষ সময়ে তিন মেয়েকেই পাশে পাওয়া তাঁকে শান্তি দিয়েছে বলেই মনে করছেন শোকার্ত মেয়ে। দেবশ্রী এও জানিয়েছেন, মেয়েকে নাচ শেখানো থেকে শুরু করে, শ্যুটে নিয়ে যাওয়া, মা সবসময় পাশে থাকতেন তাঁর।