Aajbikel

শিল্পী গড়ার কারিগড় ছিলেন উনি, আমার বাবা চলে গেল, তরুণ প্রয়াণে অঝোরে কাঁদছেন দেবশ্রী

 | 
দেবশ্রী

কলকাতা:  চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার শিল্প জগত৷ প্রয়াত পরিচালকের স্মৃতিচারণায় আবেগঘন অভিনেত্রী দেবশ্রী রায়৷ কথা বলতে গিয়ে গলা ধরা এল তাঁর৷ ভিজল চোখ৷ তিনি বলেন, ‘‘তরুণ মজুমদার মানুষ গড়ার কাড়িগড় ছিলেন৷  কত শিল্পীকে গড়েছেন উনি৷ তার মধ্যে আমিও একজন৷ দেবশ্রী নাম, দেবশ্রীর অভিনয় সবটাই ওঁর দেওয়া৷ যতটুকু অভিনয় করি, সবটাই ওঁর শিক্ষা৷ উনি একটু একটু করে একজন শিল্পীকে তৈরি করেন৷ যেমন একটা মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়৷  উনি অভিনয়কে প্রাণ দিয়েছিলেন৷ আজ আমার বাবা চলে গেলেন৷’’

আরও পড়ুন- নিঃশব্দেই চলে গেলেন ইন্ডাস্ট্রির প্রিয় 'তরুণ দা', ভিড় দূরেই রাখতে চেয়েছিলেন


 

প্রসঙ্গত, তরুণ মজুমদারই তাঁর নাম দিয়েছিলেন ‘দেবশ্রী’। আজ পরিচালকের প্রয়াণের খবর পেতেই কেঁদে ফেবেন দেবশ্রী রায়৷ তিনি বলেন, "আমি কোনও কথা বলতে পারছি না। আমার মনের অবস্থা বোঝাতে পারব না। উনি তো আমাকে ছোট মেয়ে বলতেন। আমার অস্তিত্ব উনিই তৈরি করেছিলেন। আমাকে গড়েছেন৷ উনি আমার বাবা... আর সন্ধ্যাদিকে আমি মা বলি।"  প্রসঙ্গত, তরুণ মজুদারের কালজয়ী সিনেমা 'দাদার কীর্তি' , 'ভালোবাসা ভালোবাসা'-র মতো ছবিতে অভিনয় করেছিলেন দেবশ্রী।  অভিনেত্রী  জানান, সাড়ে ৩-৪ বছর বয়স থেকেই তরুণ মজুমদারের সঙ্গে পরিচয় তাঁর। সেই ছোট্ট বয়স থেকে অনেক স্মৃতি রয়েছে পরিচালককে জড়িয়ে। 

শোক প্রকাশ করেছেন পরিচালক অরিন্দম শীল৷ তিনি বলেন, ‘‘তরুণ মজুমদারের মতো একজন পরিচালক একাধারে পলাতক করেছেন দাদার কীর্তি করেছেন, শ্রীমান পৃথ্বিরাজ, ফুলেশ্বরী, কুহেলি৷ অজস্র ছবির ডালি৷ ক’জন পরিচালক এমনটা করতে পারেন৷ তরুণ মজুমদার একটা পর্ব৷ বাংলা চলচ্চিত্রকে উনি একা তুলে ধরেছিলেন৷’’  

Around The Web

Trending News

You May like