Aajbikel

দুটি জাতীয় পুরষ্কার পেল এই বাংলা ছবি, গর্বিত বাঙালি

 | 
avi

কলকাতা: একটি নয়, দুটি। জাতীয় পুরষ্কারের মঞ্চে বাংলার হল জয়জয়কার। শুভ্রজিৎ মৈত্র পরিচালিত ছবি 'অভিযাত্রিক' পেল দুটি জাতীয় পুরষ্কার। ৬৮ তম জাতীয় পুরস্কারের তালিকা আজ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরেই টলিউডে উচ্ছ্বাস। সেরা বাংলা ছবির শিরোপা পেয়েছে অর্জুন চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায় অভিনীত এই সিনেমা। পাশাপাশি সেরা সিনেমাটোগ্রাফির জন্যই পুরস্কৃত হয়েছে এটি। এই পুরষ্কার পেয়েছেন সিনেমাটোগ্রাফার সুপ্ৰতিম ভোল।

আরও পড়ুন- কেকে-কে সুরেলা শ্রদ্ধার্ঘ্য রূপঙ্করের, 'প্রায়শ্চিত্তের ব্যর্থ প্রচেষ্টা' কটাক্ষ নেটিজেনদের

avi

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'অপরাজিত' উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই 'অভিযাত্রিক'। ছবিতে সত্যজিৎ রায়ের অপুকেও অন্যভাবে দেখানোর চেষ্টা হয়েছে। আবার এই ছবিতেই প্রথম 'নায়িকা' হিসেবে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। তাই তিনি একটু বেশিই উচ্ছ্বসিত এই ছবি সাফল্যে, যেটা খুবই স্বাভাবিক। এছাড়াও তালিকা অনুযায়ী, দেশের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অজয় দেবগণ এবং দক্ষিণী তারকা সুরিয়া।

সেরা হিন্দি ছবির তকমা পেয়েছে ‘জুনিয়র তুলসীদাস’। দেশের সেরা ছবি হয়েছে ‘সুরারাই পোত্রু’ এবং সেরা জনপ্রিয় ছবি হয়েছে ‘তনহাজী’। দক্ষিণী ছবি ‘সুরারাই পোত্রু’-র অভিনেত্রী অপর্ণা বালামুরালি সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। ‘এ কে আয়াপ্পানাম কোশিয়াম’ ছবির জন্য (মরণোত্তর) সেরা পরিচালকের শিরোপা পেয়েছেন মালয়ালম পরিচালক সচ্চিদানন্দ কে আর।

Around The Web

Trending News

You May like