Aajbikel

আরিয়ানের মাদক মামলার অন্যতম সাক্ষীর আচমকা মৃত্যু! রহস্য

 | 
aryan

মুম্বই: মাদক কাণ্ডে জড়িয়ে বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান, এমন দাবি করেছিল এনসিবি। মুম্বইয়ে প্রমোদতরী থেকে আরিয়ান সহ আরও অনেককে গ্রেফতার করা হয় মাদক কাণ্ডে। বেশ কয়েকদিন জেলে ছিল শাহরুখ পুত্র। কিন্তু পরে সে জেল থেকে ছাড়া পায় এবং শেষ এনসিবিও জানিয়ে দেয় যে, এই মামলায় যুক্ত নয় আরিয়ান। এখন এই মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলের আচমকাই মৃত্যু হল! তার মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য।

আরও পড়ুন- হরিদ্বারে এসে রুদ্রাভিষেক করেছিলেন উইল, করণ-রণবীরদের থেকে নেন অভিনয়ের পাঠ

আরিয়ানের দেহরক্ষী বাহিনীর প্রধান কিরণ গোসাভির টিমের সদস্য ছিল প্রভাকর। সে আবার কয়েক মাস আগ অভিযোগ করেছিল যে, আরিয়ানের বিরুদ্ধে সাক্ষী দিতে এনসিবি তাঁকে ঘুষ দেওয়ার চেষ্টা করছে। আরিয়ানের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য তাকে জোর করা হচ্ছে। এনসিবি-র আধিকারিক সমীর ওয়াংখেড়ে নিজে এই প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছিল সে। পরে অবশ্য সমীরকে নিয়েও কম জলঘোলা হয়নি। কিন্তু প্রভাকরের আচমকা মৃত্যু যেন আরও জল্পনা সৃষ্টি করল। জানা গিয়েছে, শুক্রবার মুম্বইয়ের চেম্বুরের মাহুল এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রভাকরের মৃত্যু হয়েছে।

প্রভাকর আগেই জানিয়েছিলেন যে, ওয়াংখেড়ের বিরুদ্ধে মুখ খোলায় তার ক্ষতি হতে পারে কারণ তিনি সব গোপন ব্যাপার ফাঁস করে দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, শাহরুখের থেকে ২৫ কোটি টাকা আদায়ের ষড়যন্ত্র করেছিলেন সমীর, আবার 'কিং খান'-এর ম্যানেজারের সঙ্গেও দেখা করে মামলা প্রসঙ্গে ভিন্ন প্রস্তাব দিয়েছিলেন। অনেকের প্রশ্ন, তাহলে কি প্রভাকরের আশঙ্কা সত্যি হয়েছে?

Around The Web

Trending News

You May like