দুয়া লিপার কনসার্টে বন্ধুদের সঙ্গে নায়সার মস্তি, ছবি ভাইরাল নেটপাড়ায়

দুয়া লিপার কনসার্টে বন্ধুদের সঙ্গে নায়সার মস্তি, ছবি ভাইরাল নেটপাড়ায়

লন্ডন: সোশ্যাল মিডিয়ায় চর্চিত স্টার কিডসদের মধ্যে অন্যতম নায়সা দেবগন৷ বি টাউনের তাঁকে নিয়ে জল্পনার অন্ত নেই। অজয় দেবগন এবং কাজলের কন্যা নায়সা বাবা-মায়ের মতোই গর্জিয়াস এবং গ্ল্যামারাস। মাত্র কয়েকদিন আগে ১৯-এ পা দিয়েছেন তিনি৷ আপাতত লন্ডনে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। কিছুদিন আগে তাঁকে দেখা গিয়েছিল একটি বিলাসবহুল ক্লাবে৷ ফের নেটপাড়ায় শোরগোল ফেললেন কাজল-কন্যা৷ তিনি ধরা দিলেন  খ্যাতনামা গায়িকা দুয়া লিপার লন্ডন কনসার্টে৷ কালো রংয়ের ডিপ নেক ক্রপ টপের সঙ্গে ডেনিমে নাসা যেন লাস্যময়ী৷ কনসার্টে তোলা তাঁর সেই সকল ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

আরও পড়ুন- ‘আপনি হিন্দু না মুসলিম?’ উলঙ্গ মহিলা! ইদের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার নুসরত

লন্ডনে দুয়া লিপার কনসার্টে নায়সার সঙ্গী ছিলেন বন্ধু ওরহান আওয়াত্রামনি ওরফে অরি এবং টাইগার শ্রফ কন্যা তানিয়া শ্রফ। বিদেশ বিঁভুইয়ে তারকা কিডদের এহেন এনজয়মেন্টের টুকরো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ছড়িয়ে পড়েছে দাবানলের মতো৷  অরি ইনস্টাগ্রামে কনসার্টের ছবি ও ভিডিও শেয়ার করতেই কমেন্ট বক্সে দেখা গেল শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে। তিনি লিখলেন, ‘OMG, ওরহান পোস্ট করেছে।’ ঋদ্ধিমা কাপুর লিখেছেন- ‘অবসেসড’। এছাড়াও একটি ভিডিও শেয়ার করা হয়েছে,  যেখানে দোয়া লিপাকে গান গাইতে শোনা গিয়েছে।

অজয় ও কাজলের কন্যা নায়সা অভিনয় জগতে পা না দিলেও তিনি সর্বদাই লাইমলাইটে থাকেন। প্রায়ই তাঁকে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায়। তাঁর গ্ল্যামারাস ছবি দেখে চড়তে থাকে নেটপাড়ার পারদ৷ নায়সার পরিবর্তিত স্টাইল নেটাগরিকদের মন ছুঁয়েছে৷ তাঁর ছবি পোস্ট হলেই  ভাইরাল৷ সম্প্রতি, নায়সা অর্জুন রামপাল এবং মেহর জেসিয়ার মেয়ে মাহিকা এবং বন্ধু ওরহানের সঙ্গে একটি পার্টিতে গিয়েছিলেন৷ সেই ছবিও ঝড়ের গতিতে  ছড়িয়ে পড়ে৷ এই ছবিগুলো শেয়ার করেছিলেন তাঁর বন্ধু গ্রিশা গুপ্তা এবং ওরহান আওয়াত্রামনি। তারকা কিডসদের এই গ্যাংটিকে লন্ডনের একটি ক্লাবের ডান্স ফ্লোরে তুমু মস্তি করতে দেখা গিয়েছিল৷

নায়সা

আপনাদের জানাই যে, নায়সা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করার পর সিঙ্গাপুরের ইউনাইটেড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়া থেকে পড়াশোনা করছেন। তাঁকে সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইক ২০২২-তে দেখা গিয়েছে। সেখানে ডিজাইনার মনীশ মালহোত্রা সঙ্গে একটি ছবি শেয়ার করেন নায়সা। তাঁকে কবে বাবা-মায়ের মতো রুপোলি পর্দায় দেখা যাবে, আপাতত সেই অপেক্ষাতেই অনুরাগীরা৷